কি ভাবছেন করিনার ফেবারিট কো-স্টার কে? শাহিদ? নো ওয়ে…সইফ? নো ওয়ে……তবে কি লিটল তইমুর? একদমই না। ক্রমশ প্রকাশ্যঃ
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলিও টলস্টয় এর আন্না কারেনিনা (Anna Karenina) থেকে তাঁর নামকরন করা হয় করিনা (Kareena)। একদম প্রথমে এই অভিনেত্রীর নাম ছিল সিদ্ধিমা (Siddhima) প্রয়াত পভিনেতা রাজ কাপুর এই নাম রেখেছিলেন। কিন্তু কজনই বা জানেন করিনার এই নাম? যাইহোক আজকের করিনা একজন সফল অভিনেত্রী। বলিউডে একের পর এক ফিল্ম উপহার দিয়েছেন তাঁর দর্শকদের। এখনও ভাবছেন করিনার ফেবারিট কো-স্টার কে? ভাবুন……
ভুল করেও না…এই মানুষটি তাঁর প্রানের মানুষ হতে পারে কিন্তু প্রিয় কো-স্টার মটেই নন। তবে কে?
হ্যাঁ, দিদির সঙ্গে খুব ভাব বোনের। গার্লস গ্যাঙ্গে রীতিমত আড্ডা, শপিং, পার্টি সবই চলে। করোনা আবহয়েও হাউস পার্টি চালিয়েছেন অভিনেত্রী। এছাড়াও খুব জলদি নতুন অতিথি আসতে চলেছে তাঁর জীবনে। তবে কি সেই অজানা অতিথিই তাঁর ফাবারিট কো-স্টার? না আর আপনাদের বিব্রত করবো না, উৎকণ্ঠাও বাড়াবো না। চলুন একটা ছোট্ট ইন্সটাগ্রাম পোস্ট দেখে নিই।
View this post on Instagram
এইবার শান্তি পেলেন তো আপনারা? এই উপরের খুদে কুকুর ছানাটি হল করিনার ফেবারিট কো-স্টার। করিনা তাঁর ছবির ক্যাপশনে লিখেছেন-Shooting with my fav co-star L̶e̶o̶ ̶D̶i̶ ̶C̶a̶p̶r̶i̶o̶ my Leo। তাহলে এই লিও হল করিনার প্রিয় কো-স্টার। প্লিজ হিংসে করবেন না। আপনিও আপনার পোষ্যটির সঙ্গে একটু খেলে নিতে পারেন।