Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমাকে সৎ মা বলবেন না”, মিডিয়ার সামনে বিস্ফোরক মন্তব্য করিনার

কৌশিক পোল্ল্যে: বলিউডের বোল্ড অ্যান্ড বিউটিফুল স্টার করিনা কাপুর খান বহুল পরিচিত তার সুন্দর স্টাইল কনসেপ্ট ও ফিগার মেনটেনের জন্য। কুড়ির দশকে ব্যাক টু ব্যাক হিট ছবি দর্শকদের উপহার দেওয়ার…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের বোল্ড অ্যান্ড বিউটিফুল স্টার করিনা কাপুর খান বহুল পরিচিত তার সুন্দর স্টাইল কনসেপ্ট ও ফিগার মেনটেনের জন্য। কুড়ির দশকে ব্যাক টু ব্যাক হিট ছবি দর্শকদের উপহার দেওয়ার পর আজও তার সেই অসাধারন যাত্রা অব্যাহত রয়েছে। পেশাদার এই অভিনেত্রী তার সন্তান তৈমুর হওয়ার সময় প্রসুতিকালীন সাময়িক বিরতি নেওয়ার পর শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে আবারো সাধারন জিরো সাইজে ফিরে আসেন।

কাপুর পরিবারের এই সুন্দরী ডিভা ‘বেবো’ নামেই বলিপাড়ায় অধিক পরিচিত। যদিও তৈমুরের মা ছাড়াও আরও একটি মাতৃত্বের পরিচয় বহন করেন করিনা। এ বিষয় নিয়ে আমরা সকলেই অবগত যে তিনি অভিনেত্রী সারা আলি খানের সৎ মা, কিন্তু নিজেকে সৎ মা বলতে বা এই ডাক শুনতে অত্যন্ত নারাজ করিনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : গোয়ায় বিলাসবহুল বাংলো কিনলেন অক্ষয় কুমার, জানুন বাড়ির দাম কত?

মিডিয়ার সামনে এই বিষয়টি প্রকাশ্যে আনলেন তিনি। করিনা জানান, সবাই তাকে সারার সৎ মা বলেন যা সত্যিই খুবই অদ্ভুত বলে মনে তার। যেহেতু সঈফের সঙ্গে তার অন্য একটি পরিচয়ও রয়েছে বটে, কিন্তু তা সত্ত্বেও অন্য একটি অযাচিত সম্পর্কে জড়াতে তিনি বিরক্তিবোধ করেন।

এমনিতে সারা আলির সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে করিনার। বেশ কয়েকদিন আগে করিনার টক শো তে দুজন মুখোমুখি হয়ে বেশ ঘনিষ্ঠ কিছু আড্ডা শেয়ার করেন যা নিয়ে বেশ আলোচনার বিষয় তৈরি নেটিজেনদের কাছে। তৈমুরের সঙ্গেও সুন্দর সম্পর্ক রয়েছে সারার, কাজেই মা হিসেবে দ্বন্দ থাকলেও বন্ধু হতে কিন্তু কোনো আপত্তি নেই করিনার। ‘গুড নিউজ’ ছবিটির পর করিনা ‘তখত’ প্রজেক্ট নিয়ে কথাবার্তা এগোচ্ছেন এবং সারা তার চতুর্থ ছবি ‘কুলি নং 1’ এর শ্যুটিং এ ব্যস্ত রয়েছেন।

About Author