Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দ্বিতীয়বার মা হওয়ার আগে উপচে পড়ছে গ্ল্যামার, সাদা গাউনে সুপার-কুল করিনা

সকালে উঠে কেশর ও কালো কিশমিশ খান করিনা। দুপুরে খান দই ভাত, রাতে নিদ্রা যান দুধ হলুদে। মাঝে আরও অনেক কিছুই আছে। সাথে রয়েছে যোগ ব্যায়াম, ট্রেড মিলে দৌড়, আরও…

Avatar

সকালে উঠে কেশর ও কালো কিশমিশ খান করিনা। দুপুরে খান দই ভাত, রাতে নিদ্রা যান দুধ হলুদে। মাঝে আরও অনেক কিছুই আছে। সাথে রয়েছে যোগ ব্যায়াম, ট্রেড মিলে দৌড়, আরও কত কি।বরং সেসব আজকের জন্য বাদের তালিকায় থাক। মোটকথা হল, যার সাধারণ সময়ে এমন ডায়েট তবে অন্তঃসত্ত্বা থাকালীন কেমন ডায়েট হবে? ২০১৬ তে যখন তৈমুর আসে সেই সময় করিনা অরগ্যানিক শাকসবজির উপরেই পুরো ফোকাস রেখেছিলেন। এবারে ৪০ এ এসে দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন সাইফ পত্নী করিনা কাপুর খান।

দ্বিতীয়বার মা হওয়ার আগে উপচে পড়ছে গ্ল্যামার, সাদা গাউনে সুপার-কুল করিনা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি করিনাকে সাদা রঙের গাউন পরে দেখা যায়। পাপারাতজির ক্যামেরায় ধরা পড়ার পর হাসি মুখে পোজ দেন বেবো।

দ্বিতীয়বার মা হওয়ার আগে উপচে পড়ছে গ্ল্যামার, সাদা গাউনে সুপার-কুল করিনা

দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা। গ্ল্যামার তাঁর আরও উপচে পড়ছে। সাদা গাউনে বেবো হয়ে উঠেছে অনন্যা।

দ্বিতীয়বার মা হওয়ার আগে উপচে পড়ছে গ্ল্যামার, সাদা গাউনে সুপার-কুল করিনা

অন্তঃসত্ত্বা থাকাকালীন কোন কিছুই বাদ রাখেননি অভিনেত্রী। কিছুদিন আগেই ছেলে তৈমুরের বন্ধুদের সঙ্গে হ্যালউইন পার্টিতে মজে ছিলেন বেবো। কখনো উড়ে গেছেন দিল্লি ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিং এ। তো কখনো দিদি করিশ্মার সঙ্গে নতুন অ্যাডে ফটোস্যুট করাচ্ছেন। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সাইফ ঘরণী, কিন্তু গ্ল্যামার কোন অংশে কম পরেনি বেবোর।

দ্বিতীয়বার মা হওয়ার আগে উপচে পড়ছে গ্ল্যামার, সাদা গাউনে সুপার-কুল করিনা

About Author