Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪০-এ পা, মাঝরাতে বার্থডে সেলিব্রেট করলেন নবাব পত্নী করিনা কাপুর খান, দেখুন ছবি

৪০ এই পা দিলেন বলিউডের মোস্ট ফ্যাশানেবেল অভিনেত্রী করিনা কাপুর খান। উইশ করলেন নিজের জন্যেও। অল্প কিছুদিন পরেই দ্বিতীয় সন্তানের মা হবেন বেবো, তাই এই বারের জন্মদিন কিছুটা হলেও খুবই…

Avatar

৪০ এই পা দিলেন বলিউডের মোস্ট ফ্যাশানেবেল অভিনেত্রী করিনা কাপুর খান। উইশ করলেন নিজের জন্যেও। অল্প কিছুদিন পরেই দ্বিতীয় সন্তানের মা হবেন বেবো, তাই এই বারের জন্মদিন কিছুটা হলেও খুবই স্পেশ্যাল। রাতেই ফ্যামিলির সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন অভিনেত্রী। এবং নিজের জন্যে একটা উইশও করলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি সেই শক্তিকে ধন্যবাদ জানিয়েছেন যা তাঁকে আরও শক্তিশালী করে তুলেছে। নিজের ঠিক, ভুল, দুর্দান্ত সব অভিজ্ঞতাকে মিলিয়ে মিশিয়ে আগামী দিনকে শুভেচ্ছা জানিয়েছেন।

৪০-এ পা, মাঝরাতে বার্থডে সেলিব্রেট করলেন নবাব পত্নী করিনা কাপুর খান, দেখুন ছবি

তবে রাতের কেক কাটার অনুষ্ঠানে দেখা যায়নি তৈমুর কে। পতৌদি এবং কাপুর পরিবারের সদস্যরা মিলেই ঘরোয়া পার্টিতেই জন্মদিন এর অনুষ্ঠান সারেন অভিনেত্রী। এদিন করিনার পরনে ছিল পেস্তা রঙের পোশাক সাথে এক গাল হাসি।

About Author