অল্প বয়সে প্রতিবেশী ছেলেকে হৃদয় দিয়েছিলেন কারিনা কাপুর, ১৪ বছর বয়সে গর্ভবতী হয়েছিলেন, জানুন খবরের সত্যতা

৯০ দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী কারিনা কাপুর। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি নিজের দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির অভিনেতাদের সাথেও নাম জড়িয়েছে…

Avatar

৯০ দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী কারিনা কাপুর। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি নিজের দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির অভিনেতাদের সাথেও নাম জড়িয়েছে তার। তাদের মধ্যে শাহীদ কাপুর ও ঋত্বিক রোশান অন্যতম। বর্তমানে তিনি নবাব পরিবারের পুত্রবধূ। তার উপর মিডিয়ার নজর থাকে ২৪ ঘন্টা। কারণে অকারণে চর্চার আলো আকর্ষণ করেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের জীবনের পুরোনো একটি ঘটনাকে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন কারিনা।

জানা যায়, ১৪ বছর বয়সেই নিজের থেকে বড় একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন কারিনা কাপুর। পরবর্তীকালে তাদের সম্পর্ক এতটাই এগিয়ে গিয়েছিল যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি এও শোনা যায়, এই ঘটনা জানার পর অভিনেত্রীর বাবা-মা রণধীর কাপুর ও ববিতা কাপুর রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি এও জানা গিয়েছে, সেইসময় অভিনেত্রীকে বাড়ি থেকেও বার করে দিয়েছিলেন ববিতা কাপুর।

একটা সময়ে তার সম্পর্কের কথা জানতে পেরে তাকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন তার অভিভাবকরা। তবে তাও সেই ছেলেটির সাথে একান্তে, নীরবে যোগাযোগ রাখতেন অভিনেত্রী। আর পরবর্তীকালে সেই সম্পর্ক থেকেই গর্ভবতী হয়ে গিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত সেই সম্পর্ক না টিকলেও বাচ্চাটির কি হয়েছিল! তা জানা যায়নি। এই প্রসঙ্গ মিডিয়ার পাতায় কম চর্চিত নয়, তবে এই তথ্যের পক্ষে এখনো পর্যন্ত কোনো যুক্তিযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে মিডিয়ার পাতায় এই খবর পুনরায় উঠে আসতেই আবারো একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন বলিউডের বেবো।

Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।