Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৬ মাসের অন্তঃসত্ত্বা, মায়ের হাত থেকে মালিশ উপভোগ করছেন করিনা কাপুর

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন পতৌদি পরিবারের বেগম করিনা কাপুর খান। প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা করিনা। এরই মধ্যে শ্যুটিং, ফটোশ্যুট করিয়ে চলেছেন অভিনেত্রী। এবারে খানিকটা বিরতি নিলেন বেবো। নিলেন মায়ের…

Avatar

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন পতৌদি পরিবারের বেগম করিনা কাপুর খান। প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা করিনা। এরই মধ্যে শ্যুটিং, ফটোশ্যুট করিয়ে চলেছেন অভিনেত্রী। এবারে খানিকটা বিরতি নিলেন বেবো। নিলেন মায়ের হাতে মালিশ। হ্যাঁ, অন্তঃসত্ত্বা করিনাকে কপালে মালিশ করে দিতে দেখা গেল মা ববিতাকে। অভিনেত্রী সেই ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “মায়ের হাতের মালিশ”। দেখুন সেই ছবি।

 

View this post on Instagram

 

Maa ke haath ka… maalish ??❤️❤️

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০২১ এই আসতে চলেছে তৈমুরের খেলার সঙ্গী। পুত্র হোক বা কন্যা সবেতেই খুশি ‘কাপুর-খান’ দান।

About Author