এই বিশেষ দিনের এই মিষ্টি ছবিতে ভালোবাসা জানিয়েছেন বলিউডের অন্যানসদস্যরা, করিনার অনুগামীরাও বড় নবাবের তৈরি কাদামাটির গণেশ দেখে মুগ্ধ হয়েছে। যদিও নেটপাড়ার একাংশের কাছে ট্রোলড ও হয়েছেন সইফিনা। নিন্দুকরা মন্তব্য করেন, ‘মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন সইফিনা?’ কেউ কেউ তো কটাক্ষের সুরে বলেছেন, ‘মৌলবাদীরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া জারি করল বলে!’ তবে সে যাই হোক এই ছবি শেয়ারের সাথে সাথে ভাইরাল।উল্লেখ্য, এর আগে বারংবার দুই ছেলের নাম নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সইফিনা। স্বৈরাচারী মুসলিম শাসক তৈমুর লং ও মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে দুই ছেলের নাম রাখায় সমালোচিত হয়েছে তারকা জুটি। যদিও ট্রোলারদের কোনওদিনই পাত্তা দেন করিনা ও সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই নাম-বিতর্ক প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের তো অন্যান্য কাজও রয়েছে। সেখানে শুধু এই ট্রোলিং কিংবা কে কী বললো এসব নিয়ে পড়ে থাকলে চলবে কেন!’
Ganesh Chaturthi: তৈমুরের বানানো গণেশ দিয়েই পুজো সাড়লেন, ছবি শেয়ার করতেই সইফিনাকে কটাক্ষ নেটিজেনদের
শুক্রবার গণেশ চতুর্থী! এই দিন উৎসবে মেতে উঠেছে গোটা ভারতবাসী। তবে এই বিশেষ দিনটি বিশেষ ভাবে উদযাপন করছে মায়ানগরী। এই উৎসবে মেতে উঠেছে সমস্ত বলিউড তারকারা। এই লিস্টে পিছিয়ে নেই…

By

আরও পড়ুন