প্রসঙ্গত, কিছুদিন আগেই সুন্দরী কমলার বলিউড সংস্করণে, পারদ চড়ান ‘নাগিন’ (Nagin) খ্যাত মৌনি রায় (Mouni Roy)। এমনকি বাংলার ছোট পর্দার ড্যান্স বাংলা ড্যান্স রিয়্যালিটি শোতেও মৌনি যেন হট অ্যান্ড কুল বেব, বড় পর্দা আর ছোট পর্দা মিলিয়ে রীতিমত রাজ করছেন মৌনি রায়। একটা সময় ‘নাগিন’ ধারাবাহিকের হাত ধরে সর্বাধিক প্রচারের লাইম লাইটের আওতায় আসেন, এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাতে একের পর এক কাজ। এবারে নিজেই নিজের রেস্তোরাঁ খুলে ফেললেন খোদ মুম্বাই নগরীতে। নাম রেখেছেন বদমাশ। গত রবিবার, অভিনেত্রী মৌনি রায় এবং তার স্বামী সুরাজ নাম্বিয়া তাদের নতুন রেস্তোরাঁ ‘বদমাশ’-এর লঞ্চ পার্টির আয়োজন করেছিলেন। সেই রেস্তোরাঁ’র অন্দরমহলে দেখা গেল নাগিন খ্যাত অভিনেত্রী তথা বিগ বস বিজয়ী তেজস্বী প্রকাশ ও তার প্রেমিক করণ কুন্দ্রাকে।
Karan-Tejasswi: বেগুনি শর্ট ড্রেসে ঝলমলে ‘নাগিন’ খ্যাত তেজস্বী, দেখুন অভিনেত্রীর গ্ল্যামারাস লুক
পরনে বেগুনি শর্ট ওয়ান পিস, খোলা চুল, মানানসই মেক আপ এর সঙ্গে কেয়ারিং প্রেমিক। কথা হচ্ছে তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash) ও করণ কুন্দ্রা'কে (Karan Kundra) নিয়ে। এই মুহূর্তে সর্বাধিক চর্চিত…
