Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উফ কি জ্বালা অভিনন্দেনও জুটলো তিরস্কার, কোথায় মুখ লুকোবেন করণ জোহর?

অনুষ্কা-বিরাটের গুডনিউজে যখন উত্তাল সারা দেশ, ঠিক তখনই ঘটলো এক আজব কেলেঙ্কারি। বলিউডের এক বিখ্যাত পরিচালকের উপর উঠলো are nalayak .Kaha muh chupake baitha hai. Chup chupke comment karta hai.…

Avatar

অনুষ্কা-বিরাটের গুডনিউজে যখন উত্তাল সারা দেশ, ঠিক তখনই ঘটলো এক আজব কেলেঙ্কারি। বলিউডের এক বিখ্যাত পরিচালকের উপর উঠলো are nalayak .Kaha muh chupake baitha hai. Chup chupke comment karta hai. উফঃ এটা শুধু একটা কমেন্ট। এরপর আসে ঝুড়িঝুড়ি কমেন্ট। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে এখানে? ‘কভি খুশি কভি গম’ সিনেমার নির্দেশক করণ জোহর।

উফ কি জ্বালা অভিনন্দেনও জুটলো তিরস্কার, কোথায় মুখ লুকোবেন করণ জোহর?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ক্রিকেট মহল থেকে শুরু করে বলিপাড়া সবাই শুভেচ্ছা জানিয়েছে এই তারকা দম্পত্তিকে। কিন্তু, যেই করণ জোহর ভালবাসা এবং অভিনন্দন জানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ব্যাস উঠলো ঝড়। নেটিজেনদের হাতে নৃশংস ট্রলিংয়ের মুখোমুখি হতে হয় তাঁকে।

সুশান্তের আত্মহত্যা হোক বা খুন এই তদন্ত ঘিরে বহুবার উঠে এসেছে করণ জোহরের নাম। তিনি শুধুমাত্র স্টার কিডদের সিনেমায় সুযোগ দেন এমনটাই সরাসরি বহুবার জানিয়েছেন। একবার আয়ুষ্মান খুরানার সঙ্গেও অত্যন্ত বাজে আচরণ করেছিলেন এই পরিচালক ও নির্দেশক। প্রতিভার দাম তিনি যে দেননা এবং দেননি এই নিয়েও কটাক্ষ করেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। নবাগতদের কাজের সুযোগ দেওয়ার পরিবর্তে বরাবর স্টার কিডদের নিয়েই কাজ করতেন তিনি, যার জলজ্যান্ত প্রমান হলো স্টুডেন্ট অফ দ্য ইয়ার।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর তিনি নিজে স্বীকার করেছিলেন যে বহুদিন ধরে সুশান্তের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না, অথচ এই দুঁদে পরিচালক/নির্দেশক তার কফি উইথ করণ শোতে একবার সুশান্তকে বিশেষ ভাবে হ্যাটা করেন। এখানেই শেষ নয়, বিভিন্ন পাবলিক ডোমেনে সুশান্তকে বুলিং করতেন করণ জোহার। যাইহোক, করণ প্রসঙ্গে খুব সম্প্রতি ড্র্যাগ পার্টি নিয়েও অনেক তথ্য ও ভিডিও ফুটেজ উঠে এসেছে মিডিয়ার কাছে। করুন জোহার তাঁর বাড়িতে যখন হাউস পার্টির আয়োজন করতেন সেখানে অন্যান্য তারকাদের বেশ নেশাগ্রস্থ অবস্থায় দেখা যায়। এখানে একটি ভিডিও শেয়ার করা হলো, যা দেখলে আপনিও আন্দাজ করতে পারবেন বলিউডে এর অন্দরমহলে হয় তা কি।

 

About Author