Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করিনা কাপুরকে বিয়ে করতে চেয়েছিলেন করন জোহর, বিয়ে নিয়ে এই বড় কথা বললেন

আজকের দিনে দাড়িয়ে করণ জোহর ভারতের সবথেকে জনপ্রিয় প্রযোজক হয়ে উঠেছেন। তিনি হলেন ভারতের এমন একজন বলিউড প্রযোজক, যিনি অনেকের ক্যারিয়ার নিজের হাতে দর করিয়ে দিয়েছেন। পাশাপশি, তার অভিনয় দক্ষতা…

Avatar

আজকের দিনে দাড়িয়ে করণ জোহর ভারতের সবথেকে জনপ্রিয় প্রযোজক হয়ে উঠেছেন। তিনি হলেন ভারতের এমন একজন বলিউড প্রযোজক, যিনি অনেকের ক্যারিয়ার নিজের হাতে দর করিয়ে দিয়েছেন। পাশাপশি, তার অভিনয় দক্ষতা দিয়েও তিনি বারবার দর্শকদের সামনে নিজেকে প্রমাণ করেছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে অভিনয় করার পাশাপাশি, বোম্বে ভেলভেট ছবিতেও আমরা তার অভিনয় দেখেছি। বোম্বে ভেলভেট ছবিতে তার অভিনয় ছিল সত্যিই অসাধারন। তবে, এই সমস্ত কিছু জায়গা ছাড়াও, করণ জোহর নিজের শো কফি উইথ করণ এর কারণেও ব্যাপকভাবে জনপ্রিয়।

সম্প্রতি তার এই শোয়ের সপ্তম সিজন চলছে একেবারে জোরকদমে। এই সিজনে অনেকেই আসছেন তাদের নতুন সিনেমার প্রমোশনের জন্য। তবে, জানা যাচ্ছে, সম্প্রতি এই শোয়ের মঞ্চ থেকে অভিনেত্রী করিনা কাপুরকে নিয়ে একটা বড়ো মন্তব্য করে বসেছেন প্রযোজক তথা পরিচালক করণ জোহর। জানা যাচ্ছে, তিনি নাকি করিনা কে একটা সময়ে পছন্দ করতেন এবং নিজের জীবনসাথী বানাতে চেয়েছিলেন। তবে, নিয়তির কারণে তাকে কিছুটা হেরে যেতে হয় এবং করিনাকে ছাড়তে হয় করণের। কিন্তু কি এমন ব্যাপার ছিল করিনার মধ্যে যে করণ জোহরের মত একজন তারকা, তাকে জীবনসাথী বানাতে চেয়েছিলেন?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করিনা কাপুরকে বিয়ে করতে চেয়েছিলেন করন জোহর, বিয়ে নিয়ে এই বড় কথা বললেন

আপনাদের জানিয়ে রাখি পরিচালক তথা প্রযোজক করন জোহর সবসময় নিজের চরিত্র এবং নিজের বাচনশৈলীর জন্য সোশ্যাল মিডিয়াতে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। মাঝেমধ্যেই তাকে দেখা যায় নানা বিষয় নিয়ে মন্তব্য করতে এবং সেই মন্তব্যের জন্য বিভিন্ন সময় তাকে বিতর্কের সম্মুখীন হতে হয়। এবারেও কিছুটা সেরকমই বিতর্কের সম্মুখীন হতে হলে করনকে। একটি বিবৃতিতে করণ জোহর জানালেন, তিনি নাকি করিনা কাপুরকে অত্যন্ত পছন্দ করতেন এবং জীবন সাথী বানাতে চেয়েছিলেন করিনাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় করিনা, সাইফ আলী খানকে বিয়ে করেছেন এবং সেই কারণে করন জোহর তাকে ছাড়তে বাধ্য হয়েছেন।

এছাড়াও করিনাকে পছন্দ করার কারণ হিসেবে করন জোহর বললেন, করিনা কাপুর হলেন এমন একজন মেয়ে যিনি একেবারে স্বয়ংসম্পূর্না। তিনি হলেন এমন একজন তারকা যাকে সকলেই নিজের স্ত্রী বানাতে চাইবে। এবং সেই কারণেই তিনিও করিনাকে বহুদিন ধরেই পছন্দ করতেন।

About Author