Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী

একতা কাপুর নামটা অপরিচিত নয় কারোর কাছেই। বলিউডের অন্যতম নামি প্রযোজক তিনি। হিন্দি টেলিভিশন জগৎ'এও তার পরিসর বিস্তৃত অনেকটাই। একজন জনপ্রিয় ও সফল প্রযোজক হওয়ার পাশাপাশি তিনি বলিউডের অন্যতম জনপ্রিয়…

Avatar

একতা কাপুর নামটা অপরিচিত নয় কারোর কাছেই। বলিউডের অন্যতম নামি প্রযোজক তিনি। হিন্দি টেলিভিশন জগৎ’এও তার পরিসর বিস্তৃত অনেকটাই। একজন জনপ্রিয় ও সফল প্রযোজক হওয়ার পাশাপাশি তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্রর কন্যাও‌। তারকা সন্তান হওয়ার সুবাদে ছোট থেকেই ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তিনি। পরবর্তীকালে প্রযোজক হওয়ার সুবাদেও বিভিন্ন বড় বড় তারকা বেষ্টিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় একতাকে‌। তবে থেকে থেকেই এমন সব পোশাকে প্রকাশ্যে হাজির হন একতা, যা নিয়ে মিডিয়ার পাতায় একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। সম্প্রতি তেমনই কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই সূত্র ধরেই চর্চায় প্রযোজক।Photo ( blue off shoulder)এমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী• সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ছবিতে নীল অফ-শোল্ডার, ব্রালেস পোশাকে ক্যামেরার সামনে দেখা গিয়েছে একতা কাপুরকে। এদিন খোলা চুলে একেবারে হালকা মেকাপে ছিলেন প্রযোজক। বলাই বাহুল্য, এই পোশাকে একাধিকবার পাপারাজিৎদের সামনেই উপস্ মোমেন্টের শিকার হয়েছিলেন তিনি।Black deep neck dressএমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী• এই পোশাকে প্রযোজককে একাধিকবার ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়তে হয়েছিল। এই কথা নিঃসন্দেহে বলা চলে কারণ একতা কাপুরের এই পোশাক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিপ নেক লাইন কাটিং ছিল।Lehengaএমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী• এই ক্রিম কালারের লেহেঙ্গায় একটি দিওয়ালির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা কাপুর। তবে এদিন নিজের পোশাক একেবারেই সামলাতে পারছিলেন না একতা। অফ-শোল্ডার ডিজাইনার ব্লাউজ নিয়েই পড়েছিলেন সমস্যায়। বারবার ক্যামেরার সামনেই সেটি ঠিক করতে দেখা গিয়েছিল একতাকে। ঐ সময়ে মিডিয়ার পাতায় এই লুক নিয়ে ট্রোল হতেও দেখা গিয়েছিল প্রযোজককে।Black and brown Dressএমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী• এই পোশাকে সম্ভবত কোন অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন প্রযোজক। একেবারে পাতলা একটি ফিনফিনে কাপড়েই তৈরি ছিল তার এই পোশটি। কেউ কেউ সেইসময় বলেছিলেন, এটি নাকি পর্দা দিয়ে বানিয়ে পড়েছেন তিনি। বলাই বাহুল্য, সেইসময় নিজের এই পোশাক নিয়ে চূড়ান্ত কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন একতা।Orange And Pink Dressএমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী• এই পোশাকে একতা কাপুর প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছিলেন। তাকে এই কালার কম্বিনেশনে একেবারেই ভালো লাগছিল না, এমনটাই মত ছিল একাংশের।Marun Dressএমন অদ্ভুত পোশাক পরে সামনে আসলেন টেলিভিশন কুইন Ekta Kapoor, ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী• এই পোশাকে অভিনেত্রীর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মাঝে তুমুল কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। এদিন খোলা চুলে ওয়ান সাইডেড অফ-শোল্ডার মেরুন ড্রেসে দেখা মিলেছিল প্রযোজকের।এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় জিতেন্দ্র কন্যার এই কটি ট্রোলড লুক রীতিমতো ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেই সূত্রেই পুনরায় চর্চার আলোয় তিনি।
About Author