Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pawandeep Rajan: শত চেষ্টা করেও পবনদীপকে গান গাওয়া থেকে আটকানো গেলনা দ কপিলের শোয়! রইলো ভিডিও

এবারের 'ইন্ডিয়ান আইডল ১২’র প্রতিযোগিদের মধ্যে জনপ্রিয় নাম হল পবনদীপ রাজন।৷ দর্শকের ভালোবাসায় ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। শুধু তাই নয়, অনেকদিন হয়ে…

Avatar

By

এবারের ‘ইন্ডিয়ান আইডল ১২’র প্রতিযোগিদের মধ্যে জনপ্রিয় নাম হল পবনদীপ রাজন।৷ দর্শকের ভালোবাসায় ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। শুধু তাই নয়, অনেকদিন হয়ে গিয়েছে। সকল সঙ্গীতপ্রেমীর মনে গেঁথে আছে এই নাম। উত্তরাখণ্ডের এই পাহাড়ি ছেলেটি অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই আসে। আর নিজের সুরেলা কন্ঠ দিয়ে বহু মহিলা মহিলা অনুরাগীর মনে পাকাপোক্ত জায়গাও করে নিয়েছেন। এখন পবনের গলায় গান শুনতে মুখিয়ে থাকেন সকলেই।

কিন্তু সেই ছেলেটাকেই আজ গান গাইতে বাধা দেওয়া হল ‘দ্য কপিল শর্মা’ শোতে! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা প্রকাশ্যে আসতেই রেগে আগুন সকলে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’তে হাজির ছিলেন ইন্ডিয়ান আইডলের সেরা ৬ ফাইনালিস্ট। সাথে ছিলেন নেহা ও তাঁর ভাই টনি কক্করও তাঁদের কাঁটা লাগা গানের প্রোমোশন করতে। আর সেখানে বসেই একঝাঁক তরুণ গায়ক গায়িকাদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা যায় কপিলের পরিবারের পুরো সদস্যদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Pawandeep Rajan: শত চেষ্টা করেও পবনদীপকে গান গাওয়া থেকে আটকানো গেলনা দ কপিলের শোয়! রইলো ভিডিও

কথায় কথায় উঠে আসে পবন-অরুণিতার প্রেমের কথাও। যা নিয়েও নানান মজা করেন কপিল। এর মাঝে পবন গান গাওয়ার চেষ্টা করেন কিন্তু তাঁকে গান গাইতে দেওয়া হয় না?  এ অবার কেমন অবিচার! কিন্তু কেন? শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘বদলাপুর’ ছবির জনপ্রিয় গান ‘যো ভেজি থি দুয়া’ গাইছেন পবনদীপ। আর পিছনে তাঁর ‘ইন্ডিয়ান আইডল’র বন্ধুরা থেকে শুরু করে কপিলও নানা রকম আওয়াজ করে চলছেন। চেষ্টা করছেন কোনোভাবে পবনের মনযোগ নষ্ট করার। আর শত আওয়াজের মাঝেও সুরে নড়চড় না করেও একনিষ্ঠ ভাবে গান গেয়ে চলেছেন পাহাড়ি ছেলে পবনদীপ! এমনকী, বাকিদের এই দুষ্টুমিতে সঙ্গ দিয়েছেন বিশেষ বান্ধবী অরুণিতাও।

তবে, এত কিছুর পরেও গান শেষ করেন পবন। আর পবনের গান শুনে হাততালি দিয়ে তাঁকে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন উপস্থিত দর্শক থেকে শুরু করে অর্চনা পূরণ সিংও। এমনকী, নেহাও বলে ওঠেন এই কারণেই পবন সেরা। ইতিমধ্যে বলিউডের বেশ কিছু ছবিতে নাকি প্লেব্যাক করার অফার আছে পবনদীপের হাতে। হিমেশের সঙ্গেও কাজ করছেন পবন আর অরুণিতা। সঙ্গে লাইভ শো করছেন। উল্লেখ্য এক সাক্ষাৎকারে পবনদীপ নিজের মিউজিক অ্যাকাডেমি খোলারও ইচ্ছে জানিয়েছেন

About Author