Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গর্তে পড়েছে ক্যাঙ্গারু, কীভাবে উদ্ধার হল? দেখুন সেই ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - কোন ভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক গর্তে ঢুকে পড়েছে এক ক্যাঙ্গারু। অসহায় অবস্থায় সে ওপরে উঠতে পারছে না। খাদটির গভীরতা বেশ অনেকটাই ছিল। একদল মানুষের সাহচর্যে, পরম…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – কোন ভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক গর্তে ঢুকে পড়েছে এক ক্যাঙ্গারু। অসহায় অবস্থায় সে ওপরে উঠতে পারছে না। খাদটির গভীরতা বেশ অনেকটাই ছিল। একদল মানুষের সাহচর্যে, পরম স্নেহে অবশেষে সে উঠে এলো গর্তের ভেতর থেকে। উদ্ধারকার্যে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মানফ্রেড জাবিন্সকাস। সেই জায়গায় যাওয়ার পরই তাকে কতগুলি বাচ্ছা বলে ক্যাঙ্গারু ওই খাদে পড়ে গেছে। জাবিন্সকাস ধীরে ধীরে পৌঁছান সেই ক্যাঙ্গারুর কাছে। তারপর একটি বড় ব্যাগের মধ্যে তাকে রাখা হয়।

তারপরে ক্রমে দড়ির সাহায্যে সেই খাদ থেকে খুব আস্তে আস্তে তুলে আনা হয়। এখনই তাকে বনে ছেড়ে দেওয়া হবে না, আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, সে সম্পূর্ণভাবে সুস্থ হলে তাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সাথে সাথেই অনেকেই এই অসাধারণ কাজটিকে বাহবা জানিয়েছেন। কেউ বলেছেন, “অসাধারণ কাজ, যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।”, আবার কেউ কেউ বলেছেন, “একেবারে আসল নায়ক, অসাধারণ উদ্ধারকার্য”।

About Author