Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইংরেজদের দেওয়া ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের নতুন নাম হোক ‘ভারত’! দাবি কঙ্গনার

বলিউডের ক্যুইন তো বটে তার পাশাপাশি বিতর্ক ক্যুইন ও এই অভিনেত্রীকে বলা যেতে পারে। বলিউডের যদি কোনো বিতর্ক থাকে আর সেই বিতর্কে অভিনেত্রীর নাম থাকবেনা তা কি কখনো হয়নি সে…

Avatar

By

বলিউডের ক্যুইন তো বটে তার পাশাপাশি বিতর্ক ক্যুইন ও এই অভিনেত্রীকে বলা যেতে পারে। বলিউডের যদি কোনো বিতর্ক থাকে আর সেই বিতর্কে অভিনেত্রীর নাম থাকবেনা তা কি কখনো হয়নি সে আর বলার উপায় রাখেনা। বলিউডের এই ক্যুইন নিত্যনতুন বিতর্ক উসকে দিতে সত্যিই ভালো পারেন তা আর বলার উপায় রাখেনা। সাম্প্রতিক নানা বিতর্কে নান জড়িয়েছেন পায়েল। এমনকী, বাংলার মুখ্যমন্ত্রীকে বারবার অপদস্ত আর অনেক বিতর্কের জন্য অভিনেত্রীর টুইটার হ্যান্ডলটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

তবু আজও আরো এক বিতর্ক নিয়ে খবরের শিরোনামে জায়গা করলেন। এবারে অবশ্য করণ বা বলিউড স্টারকিডকে লক্ষ করলেননা। নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবার তিনি দাবি তুলেছেন, এদেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে সরিয়ে কেবলমাত্র ‘ভারত’-ই রাখা হোক। ঝাঁসির রানী মনে করেন ‘ইন্ডিয়া’ আসলে ব্রিটিশদের দেওয়া ‘স্লেভ নেম’ অর্থাৎ একদা শাসকদের করা ক্রীতদাসের নামকরণ। এতে নাকি দেশের সত্যি কোনো কোনও গৌরব নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের ভারতীয় সংস্করণ ‘কু’-তে রয়েছেন অভিনেত্রী। আর সেখানেই নিজের এই নতুন মতামত তুলে ধরেছেন অনুরাগীদের সামনে। ঠিক কী লিখেছেন কঙ্গনা? কঙ্গনা লেখেন ‘‘ভারতের উত্থান তখনই সম্ভব যখন এর শিকড়ের সঙ্গে প্রাচীন আধ্যাত্মবাদ ও জ্ঞানের যোগ থাকবে সকলের। এটাই দেশের মহান সভ্যতার আত্মা। বিশ্ব দেশের দিকে উঁচু নজরে তাকাবে এবং আমরা বিশ্বনেতা হিসেবে উঠে আসতে পারব। যদি দেশের নগরকেন্দ্রিক উন্নতি হয়। তা বলে সেটা যেন পশ্চিমী দুনিয়ার অক্ষম অনুকরণ না হয়। বরং বেদ, গীতা ও যোগাসনের শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা কি এই দাসত্বের নাম ‘ইন্ডিয়া’কে বদলে ‘ভারত’ করে দিতে পারি না।’’ তিনি এই বক্তব্যের যুক্তি সাজিয়ে জানিয়েছেন, ‘ইন্ডাস ভ্যালি’ তথা সিন্ধু উপত্যকা থেকেই ‘ইন্ডিয়া’ নামকরণ। তাঁর বক্তব্য, কেবল জন্মের হিসেব করে কোনো দেশের নাম রাখা যায় না। বরং ভারত নামের মধ্যে রয়েছে আলাদা অর্থ। ‘ভা’ অর্থ ভাব’, ‘র’ অর্থ ‘রাগ’ ও ‘ত’ অর্থ ‘তাল’।

তবে অভিনেত্রীর এই পোস্ট ঘিরে শুরু হয় ট্রোলের বন্যা। একজন লিখেছেন, কেবল নাম পালটে দিলেই কখনো কোনও দেশ পালটে যায় না। যতক্ষণ না দেশের মানুষ নিজেদের মনোভাব বদলাচ্ছে ততক্ষণ কোনোদিন দেশ পালটানো যাবে না। আর এক জন অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন, সামান্য সংস্কৃত জ্ঞান ও পৌরাণিক ভারত সম্পর্কে ধারণা থাকলেই কঙ্গনা বুঝতে পারতেন দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ‘ভরত’-এর নাম থেকেই দেশের নাম হয়েছে ভারত।

About Author