Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কঙ্গনাকে ‘পর্ণস্টার’ বলে কটাক্ষ ঊর্মিলার, উত্তরে কী জবাব দিলেন কঙ্গনা?

ধিক্কার জানিয়েছেন কঙ্গনা। একসময় তাঁকে ঊর্মিলা মাতন্ডকরের মত একজন নামকরা অভিনেত্রী 'পর্ণস্টার' আখ্যা দিয়েছেন। নারীবাদীর জটিল সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড কুইন কঙ্গনা। যারা মুখোশ পরে নকল নারীবাদীর ধব্জা ওড়ায়…

Avatar

ধিক্কার জানিয়েছেন কঙ্গনা। একসময় তাঁকে ঊর্মিলা মাতন্ডকরের মত একজন নামকরা অভিনেত্রী ‘পর্ণস্টার’ আখ্যা দিয়েছেন। নারীবাদীর জটিল সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড কুইন কঙ্গনা। যারা মুখোশ পরে নকল নারীবাদীর ধব্জা ওড়ায় তাঁদের প্রতি সহস্র ধিক্কার জানিয়েছেন কঙ্গনা। ভুয়ো নারীবাদীর বিরুদ্ধে গর্জে ওঠেন অভিনেত্রী। যেই নারীবাদে জঘন্য অভিযোগ আসে, যেই নারীবাদে অশ্লীল সমালোচনা আসে সেই নারীবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বলিউড কুইন। রইল সেই ট্যুইটের ঝলক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন কঙ্গনা স্পষ্ট করে বলেন, ‘আমার লড়াইটাকে নিয়ে ঠাট্টা করবার চেষ্টা চালাচ্ছে উর্মিলা’। এমনকি মাদক প্রসঙ্গেও কঙ্গনা সাফ জানিয়ে দিয়েছেন, “আমি ১০০% নির্দোষ এবং আমি কখনও কোনও মাদক পাচারকারীকে ফোন করিনি, কখনও ড্রাগ কিনিনি। তবে আমি মানুষের মুখোশ টেনে খুলে দিয়েছে,সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি।”
এর পাশাপাশি কঙ্গনা নারীবাদ নিয়ে আরও একটি প্রতিবাদ করেন যা তাঁর ট্যুইটে স্পষ্ট। চলুন দেখে নিই কী বললেন কঙ্গনা রানাউত।

About Author