রোমান্সে ভরপুর নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

2024 সালে ভারত জুড়ে আবার শুরু হবে উৎসবের আবহ। মানে ভোট তো ভারতবাসীর কাছে উৎসবেই পরিণত হয়েছে। উপরন্তু লোকসভা ভোটের প্রাক্কালে রামমন্দির উদ্বোধন বহু সমস্যার উপর পর্দা ফেলতে চলছে। তবে এর মধ্যেও ভারত জুড়ে চলছে ভোট- যুদ্ধের সাজো সাজো রব। কিন্তু তার মধ্যেই উল্লুর নিষিদ্ধ বিনোদন প্রভাব বিস্তার করে চলেছে। উল্লুর কিছু বাছাই করা কন্টেন্ট দেখা যায় আতরঙ্গি অ্যাপে। শুধুমাত্র উল্লু নয়, এই অ্যাপে রয়েছে আরও বিশেষ কিছু ওটিটির কন্টেন্ট এবং অবশ্যই সেগুলি সিলেক্টেড। গত 16 ই অক্টোবর উল্লুর ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ ‘কমবখত ঈশ্ক’-এর অফিশিয়াল ট্রেলার। এখনও অবধি এই ট্রেলারের ভিউ অতিক্রম করেছে অষ্টাশি হাজার দু’শো চৌষট্টি। গত 20 শে অক্টোবর এই ওয়েব সিরিজটি স্ট্রিম হয়েছে আতরঙ্গি অ্যাপে।

‘কমবখত ঈশ্ক’ ওয়েব সিরিজের নেপথ্যে ব্যাকগ্রাউন্ড সং হিসাবে ব্যবহার হয়েছে একটি বিশেষ গান। গানটি উর্মিলা মাতন্ডকর (Urmila Matandkar) ও ফারদিন খান (Fardeen Khan) অভিনীত ফিল্ম ‘পেয়ার তুনে কেয়া কিয়া’-র আইকনিক ‘কমবখত ঈশ্ক’। এই গানটি ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড সং হিসাবে ব্যবহার করা হয়েছে। ওয়েব সিরিজের ট্রেলারের শুরুতে দেখা যায়, কাজল নামে এক যুবতী স্বগতোক্তি করছে, যন্ত্রণাকে লুকাতে মুখোশ পরতে হয়, আঘাতকে লুকাতে তাতে ব্যান্ডেজ বাঁধতে হয়। কিন্তু তার মাঝেও সে ব্যস্ত সমুদ্রের ঢেউয়ে নৌকা সামাল দিতে। তার সঙ্গী হয় কাজলের বান্ধবী অনু।

কিন্তু ক্রমশ বদলে যায় সম্পর্কের রসায়ন। অনু পরিণত হয় কাজলের প্রেমিকায় যার হাত ধরে অনায়াসেই সে হেঁটে যেতে পারে সমুদ্রের ঢেউয়ের দিকে। নৌকায় একে অপরকে জড়িয়ে ধরতে পারে। একটি মেয়ে অপর মেয়েটিকে ছুঁয়ে পরিপূর্ণতা পায়। একে অপরকে তারা দেয় সান্ত্বনা। এইভাবেই কখন তারা কাছাকাছি চলে আসে। অনু কাজলকে জিজ্ঞাসা করে, এইভাবে কতদিন চলতে পারে! সে কাজলের সাথে পালিয়ে যেতে চায় দূরে। কারণ সমাজ তাদের সম্পর্ক মেনে নেবে না। কাজল অনুকে বলে, সম্পর্ক বাঁচিয়ে রাখার একটিই উপায় আছে। কাজল দ্বারস্থ হয় অনুপমের।

গৃহবধূ হতে চেয়ে বাড়ি থেকে পালিয়ে সে অনুপমকে বিয়ে করে। তারা শহর থেকে দূরে সংসার পাতে। কিন্তু একদিন কাজলের বাবা ও দাদা তার সন্ধান করে কাজলের বাড়িতে এসে পৌঁছায়। বাড়ি থেকে পালিয়ে বিয়ের অপরাধে কাজলকে তারা যৌন পেশায় নামতে বাধ্য করে। কিন্তু অনুপম কাজলকে বাঁচাতে চায়। সে কাজলের মায়ের সাথে দেখা করে। কাজলের মা জানতে পারে কাজলের বান্ধবী অনু সেক্স চেঞ্জ অপারেশনের মাধ্যমে পূরুষে পরিণত হয়েছে যার নাম অনুপম। অপরদিকে কাজলের দাদা একজন পুরুষের সাথে তার বিয়ের ব্যবস্থা করে। ভাড়াটে গুন্ডা দিয়ে মার খাওয়ায় অনুপমকে। তবু অনুপম একসময় পুলিশ নিয়ে পৌঁছায় কাজলের বাড়িতে। কিন্তু কাজল তাকে চিনতে পারে না। সত্যিই কি কাজল ভুলে গিয়েছে অনুকে? উত্তর পেতে সাবস্ক্রাইব করতে হবে আতরঙ্গি।