বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার পাতায় কম-বেশি একাধিক হরিয়ানভি গান ও নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে। বলাই বাহুল্য, সেইসমস্ত ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয় হরিয়ানভি দর্শকদের মাঝে। এই মুহূর্তে জনপ্রিয় হরিয়ানভি গায়ক অজয় হুডার একটি গানের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারের একটি পেজের মাধ্যমেই ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তবে শুধুমাত্র গানের জন্য নয়, এক খুদের সূত্র ধরেই ভাইরাল হয়েছে অজয় হুডার এই গানের ভিডিওটি।
She's too good! 👏👏👏🧿♥️ pic.twitter.com/nkwokktlsD
— Sabita Chanda (@itsmesabita) December 29, 2022
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি সবিতা চন্দ নামের এক মহিলার অফিসিয়াল টুইটার পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইরাল হওয়া ভিডিওতে দিনের আলোয় জনপ্রিয় হরিয়ানভি গান ‘কামার তেরি লেফ্ট-রাইট’ গেয়েই মন্ত্র মাতাতে দেখা গিয়েছে অজয় হুডাকে। তবে ভিডিওতে তার থেকেও বেশি নজর কেড়েছে এক খুদে। রইল সেই ঝলকই, দেখে নিন।
অজয় হুডার গানের তালে মন মাতানো নজরকাড়া মিষ্টি নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে এক একরত্তিকে। একটি হলুদ রঙের জামা পরেই সকলের মন কেড়েছে সে। সাথে পরেছিল একটি জিন্সের জ্যাকেটও। আর এই জনপ্রিয় হরিয়ানভি গানের সাথে সাথেই তাল মিলিয়ে অজয় হুডার পাশাপাশি এই মুহূর্তে নেটনাগরিকদের চর্চার আলোয় এই একরত্তি। রীতিমতো কোমর নাচিয়ে নাচিয়েই সকলের মন কেড়েছে সে। নিঃসন্দেহে বলা চলে, সম্প্রতি এই বাচ্চাটির জন্যই সাম্প্রতিক এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেটজনতার একাংশের মাঝে। এটি দেখে বেজায় মজাও পেয়েছেন নেটিজেনরা, তার ঝলক অবশ্য ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই পাওয়া যাবে।