বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত গানগুলো বেশি ভাইরাল হচ্ছে তার মধ্যে অন্যতম হলো অঙ্কিতা ভট্টাচার্যের গাওয়া কমলা গানটি। এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এই গানের ছড়াছড়ি। এই গানের জাদুতে রীতিমতো ঘায়েল সকলেই। এই গানের প্রত্যেকটি কথার সঙ্গেই সকলে নিজেকে মানিয়ে নিতে পারেন। ২০২০ তে যেমন টুম্পা গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল, সেরকম এইবছর ২০২১ এ ভাইরাল এই কমলা গানটি। এই গানটি এবছর প্রায় প্রত্যেকটি পুজো প্যান্ডেলে একবার না একবার হলেও বেজেছে।
সর্বত্র এই গানটি নিয়ে একটা সময়ে চর্চা হয়েছিল। অনেকেই এই গানের সঙ্গে একাধিক ভিডিও তৈরি করেছিল, আবার অনেকে এই গানের কভার এবং অন্যান্য রিমিক্স তৈরি করেও ভাইরাল হয়েছিল ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে। এরকম ভাবেই ছড়িয়ে পড়েছিল এই গান। তবে শুধু অন্যরা না, এই গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন গায়িকা নিজেও। সবার নাচের ভিডিওতে এই গান বাজাতে দেখে তিনিও বেশ খুশি ছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এবারে আমরা দেখলাম আরো একটি নাচের ভিডিও যেখানে এই গান ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে নাচ করছে কোনো মানুষ না, বরং একটি হাতি। আমরা এই ভিডিওতে দেখছিল মহুতের সঙ্গে একসাথে হাঁটতে হাঁটতে চলেছে একটি ছোট হাতি। যেহেতু তার বয়স কম, তাই সে অত্যন্ত হাসিখুশি এবং উৎফুল্ল। পাশে এরকম একটি গান বাজছে, আর সে নিজেকে চুপ রাখতে পারে! তাই এই গানের সঙ্গে সঙ্গেই সেও নেচে নেচে চলেছে।
হাতি নাচ করছে মানে যে একেবারে খারাপ নাচ করছে সেরকম ও না। বরং আমরা সকলেই জানি, হাতি কিন্তু নাচ করতে পারে। এই ধরনের একটি বড়োসড়ো চেহারা সত্বেও খুব ভালোভাবেই যেকোনো নাচ করতে পারে একটি হাতি। সেরকম একটি ভিডিও দেখেই আবারও সবাই বেশ খুশি। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর কিছু ঝলক আরো একবার আর নতুন করে আরো একবার ইনজয় করা যাক এই ভিডিওটি।