Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালি পুজোয় তুবড়ি জ্বালাতে গিয়ে মৃত্যু ২ শিশুর! স্তব্ধ গোটা এলাকা

কলকাতা : দীপাবলি, বাঙালির এক অন্যতম উৎসব। এদিন সকল বাঙালী জাতি, ধর্ম, নির্বিশেষে একত্রে মিলিত হয়। সকলেই নিজেদের বাড়ি, এলাকা, আলোয় আলোকিত করায় ব্যস্ত থাকে। ছোট্টদের জন্য থাকে আতশবাজি, শব্দবাজি…

Avatar

কলকাতা : দীপাবলি, বাঙালির এক অন্যতম উৎসব। এদিন সকল বাঙালী জাতি, ধর্ম, নির্বিশেষে একত্রে মিলিত হয়। সকলেই নিজেদের বাড়ি, এলাকা, আলোয় আলোকিত করায় ব্যস্ত থাকে। ছোট্টদের জন্য থাকে আতশবাজি, শব্দবাজি ইত্যাদি। কিন্তু আনন্দের করতে করতে যদি কারো প্রান চলে যায় তা খুব দঃখজনক। এরম এক ভয়াবহ ঘটনা হয়েছে কলকাতায়।

সোমবার, দীপাবলিতে মেতে উঠেছিল পুরো শহর। ওইদিন হরিদেবপুরে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। অপরদিকে কশবায় তুবড়ি ফেটে যাওয়া খোল গলায় বিধেঁ মৃত্যু হয় এক কিশোরের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার অনুশ শর্মার সাথে ফোনে কথা বলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাল, হরিদেবপুরে বাড়ির বাইরে তুবড়ি পোড়াতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। তুবড়িতে আগুন ধরানোর পর অনেকক্ষন পরও আগুন ধরেনি। আগুন না ধরায় তুবড়ির কাছে যায় শিশুটি। যাওয়ার সাথে সাথেই তুবড়িটি ফেটে যায়। সঙ্গে সঙ্গে তুবড়ির ভাঙা অংশ ছিটকে গলায় লেগে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। মৃত শিশুর বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়ে নিজের মৃত শিশুকে দেখে। তৎক্ষনাৎ পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে।

অপরদিকে সন্ধ্যায় কসবার এক বাসিন্দা দীপকুমার নিজের বাড়ির সামনে তুবড়ি জ্বালাচ্ছিল। একই অবস্থা হয় দীপকুমারের। গলায় তুবড়ির খোল এসে লাগে দীপকুমারের। শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। একই কারনে দুজনের মৃত্যুর কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার পুলিশ কমিশনার অনুশ শর্মার সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে তদন্ত করা হবে, দোষিরা অবশ্যই শাস্তি পাবে।

About Author