নিউজরাজ্য

Kalbaishakhi alert: জোড়া ঘূর্ণাবর্ত, কালবৈশাখীর সতর্কতা দক্ষিণ বঙ্গের এই জেলাগুলিতে, জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

হাওয়ার গতিবেগ হতে পারে সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত

×
Advertisement

শুধুমাত্র ঝড় বৃষ্টি নয় এবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথেই রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। বজ্রপাতসহ বৃষ্টি চলবে এই কয়েকটি জেলায়। সঙ্গেই হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। সঙ্গেই রয়েছে শিলাবৃষ্টি সতর্কতা। এছাড়াও দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গ।

Advertisements
Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া থাকতে পারে। দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হবে। একই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়।

Advertisements

তবে বুধবার থেকে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। লাগাতার বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে এই জেলাগুলিতে। এর ফলে বৈশাখের তীব্র গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাস এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি রয়েছে বলে জানানো হয়েছে। যারা গিয়েছে এই মুহূর্তে উত্তর প্রদেশ এবং ছত্রিশগড়ের উপরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে। এর ফলেই সৃষ্টি হয়েছে বৃষ্টিপাতের পরিস্থিতি।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button