Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমাকে কখনো গরীবের মতো লাগে না’, বেফাঁস মন্তব্য অভিনেত্রী কাজলের

বলিউডের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগণ। কাজলের চলচ্চিত্রে অভিষেক ঘটে মাত্র সতেরো বছর বয়সে। ১৯৯২ সালে 'বেখুদি' সিনেমায় অভিষেক করেন। এরপর ১৯৯৩ সালে 'বাজিগর' সিনেমায় অভিনেত্রী প্রথম বাণিজ্যিক সাফল্য…

By

বলিউডের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগণ। কাজলের চলচ্চিত্রে অভিষেক ঘটে মাত্র সতেরো বছর বয়সে। ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমায় অভিষেক করেন। এরপর ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় অভিনেত্রী প্রথম বাণিজ্যিক সাফল্য পান। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
সেই নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত, তাঁর গুরুত্ব যেন ঠিক আগেরই মতো। তাঁর সৌন্দর্যেও দেখে বলিউডে অনেকেই পাগল ছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর অঞ্জলি চরিত্র দর্শকমনের গভীরভাবে ছাপ ফেলে। এখনো বহু টিন এজের অনুপ্রেরণা কাজল। সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘ত্রিভঙ্গ’-তে অনুরাধা নামক এক মায়ের ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী বেশ মজা করতে ভালোবাসেন। নানান মজাদার মন্তব্য করে নিজের দিকে আকর্ষণ করতে ভালো করে জানেন। ২০১৪ সালে ‘কফি উইথ করণে’ উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী কাজল। আর প্রতিবারের মতো হোস্ট করণ জোহর অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন, কামব্যাক করার ক্ষেত্রে কাজল কি ছবি সম্পর্কে একটু বেশি নজর দেবেন? পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, তাঁর উপর পরিচালিত ছবি নিয়ে কোনো সমালোচনা নয়, বরং তাঁর চরিত্রের ভূমিকা নিয়ে ‘অতিরিক্ত পরীক্ষামূলক’ না হওয়ার বিষয় নিয়ে কিছু বলতে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উত্তরে তিনি বলেছিলেন, যেই সব চরিত্রে তিনি নিজের থেকে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করেননি, সেই সমস্ত চরিত্রে অভিনয়ও করেননা। তবে তিনি আরো বলেন, তিনি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন, তাঁকে দেখতে অনেকটা ধনীদের মতো। তাঁর চেহারা কখনোই গরীবদের মতো নয়। তাই তিনি যাই করেন, দিনের শেষে যদি তিনি ঘাগড়া-চোলিও পরে নেন। তাও তাঁকে দেখতে কখন নিম্নবিত্তদের মতো লাগছে না।

তবে এই প্রসঙ্গে করণ অবশ্য কাজলকে পালটা জবাবে বলেন, ‘তাঁর মনে হয় তিনি ভুল। তিনি মনে করেন কাজল নিজের বিষয় নিজের একটা উন্নতমানের ধারণা রয়েছে। তবে তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন, কিছু ছবিতে কাজলকে নিম্নবিত্তদের মতো দেখতে লেগেছে’। কাজল শাহরুখের বিপরীতে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের স্মৃতিচারণ করে একথা করণ বলেছেন। কফি উইথ করণের সেই চ্যাট শোতে কাজলের এই মন্তব্য বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

About Author