Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মনে আছে DDLJ-র কাজলের ছোট বোনকে? এখন পুরো চেহারা বদলে গেছে, ২৪ বছর বয়য়ে এমন দেখতে হয়েছে

ভারতীয়দের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্রেজ অনেকদিন আগে থাকতেই। ফ্যানেরা মোটামুটিক তাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। তারকা ও তাদের পরিবারের সদস্যদের কাহিনী নজর এড়িয়ে যায় না নেট…

Avatar

ভারতীয়দের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্রেজ অনেকদিন আগে থাকতেই। ফ্যানেরা মোটামুটিক তাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। তারকা ও তাদের পরিবারের সদস্যদের কাহিনী নজর এড়িয়ে যায় না নেট নাগরিকদের। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছেন যারা শিশুশিল্পী হওয়ার পর এখন বড় মাপের তারকা হয়ে গিয়েছেন। আবার অনেক এমন শিশুশিল্পী রয়েছে যারা সময়ের সাথে সাথে লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে হারিয়ে গিয়েছেন। এমনই একজন তারকা হলেন পূজা রুপায়েল। মেগা ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তে অভিনয় করেছিলেন তিনি।

আপনাদের জানিয়ে রাখি, পূজাকে কাজলের ছোট বোন ছুটকির চরিত্রে দেখা গিয়েছিল, যার শাহরুখ খানের সাথেও খুব ভাল বন্ডিং ছিল। কিন্তু এখন সে দেখতে কেমন এবং সে কী করে সে সম্পর্কে কোনো তথ্য নেই হয়তো আপনাদের কাছে। কিন্তু আপনাদের এই প্রতিবেদনে আমরা পূজা রুপায়েল সমন্ধে না জানা কিছু তথ্য জানাবো। পূজা ১৩ বছর বয়স থেকে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে পা রাখেন এবং তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাতে কাজ করার পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর চশমা পরে বিজ্ঞের মত কথা বলার অভিনয় মন জয় করে নিয়েছিল নেট নাগরিকদের। তবে তারপর তিনি বহুবছর এই বলি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে এই পূজা রূপায়েল অভিনেত্রীর পাশাপাশি একজন ভালো স্ট্যান্ডআপ কমেডিয়ান। পূজা কমেডি গ্রুপ দ্য কোকিল ক্লাবের একটি অংশ। শুধু তাই নয়, পূজা রূপারেল সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন এবং তার ১০,০০০ এর বেশি ফলোয়ার রয়েছে। মাঝে মাঝেই তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি পোস্ট করেন যাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা।

About Author