নিজের অকপট মন্তব্যের জেরে বহুবার বিতর্কে জড়িয়েছেন কাজল, তবে এবার তিনি এমন এক মন্তব্য করলেন যা কোনো বিতর্কের নয় বরং সুখবর পৌঁছে দেয় দর্শকদের কাছে। কাজল করে বসলেন এক ভুল সম্বোধন তাও আলিয়ার নামে।
সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’ এ অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের সিমরন কাজল। কথায় কথায় আলিয়ার প্রসঙ্গ আসতেই কাজল বলে বসেন, “আলিয়া কাপুর, ও!! সরি আলিয়া ভাট..!!”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সমুদ্রসৈকতে বিকনিতে ঝড় তুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী
পরক্ষনেই নেহা ধুপিয়ার হাসি অবশ্য বুঝিয়ে দেয় কাজলের মন্তব্যের আসল মানে। আলিয়া ও রনবীর বহুদিন হল একে অপরকে ডেট করছেন এরই মাঝে কাজলের এহেন মন্তব্যে যুগলের বিয়ের খবরকে আরও যেন পোক্ত করে দিল। এতকিছুর মধ্যেও নিয়ে বিয়ে নিয়ে মুখ খোলেননি উভয়েই। তবে সুখবর যে আগত তা ভালোই বোঝা যাচ্ছে।