Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করণের সাথে ২৫ বছরের বন্ধুত্বে ছেদ! স্বামী অজয়ের পাশেই দাঁড়ালেন কাজল

নব্বইয়ের দশক থেকে বন্ধুত্ব কারাণ জোহার ও তনুজা কন্যা কাজলের। নিজেদের দীর্ঘ বন্ধুত্বের কথা একাধিকবার একাধিক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন দুজনেই। তবে অজয় দেবগনের সাথে একটি বিতর্ককে কেন্দ্র করে সেই দীর্ঘদিনের…

Avatar

নব্বইয়ের দশক থেকে বন্ধুত্ব কারাণ জোহার ও তনুজা কন্যা কাজলের। নিজেদের দীর্ঘ বন্ধুত্বের কথা একাধিকবার একাধিক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন দুজনেই। তবে অজয় দেবগনের সাথে একটি বিতর্ককে কেন্দ্র করে সেই দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টেনেছেন দুজনেই। কারাণের সাথে কাজলের দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব ভেঙে যাওয়ার পিছনে রয়েছে অজয় দেবগনের একটি টুইট।

কারাণ জোহর পরিচালিত ‘এ দিল হে মুশকিল’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬’তে। সেই বছরেই অজয় দেবগনের ‘শিবায়’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। কিন্তু সেইসময় অজয় দেবগনের একটি টুইটকে ঘিরে শুরু হয় বিতর্ক। সেই টুইটে একটি রেকর্ড বার্তা শেয়ার করা হয়েছিল। যেখানে স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান দাবি করেছিলেন কারাণ জোহার তাকে ২৫ লক্ষ্য টাকা দিয়েছেন, ‘এ দিল হে মুশকিল’ ছবির প্রশংসা করার জন্য এবং ‘শিবায়’এর নিন্দা করার জন্য। আর এই টুইটকে ঘিরেই বিতর্ক শুরু হয় তাদের মাঝে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই তথ্য ফাঁস হওয়ার পরেই একে অপরের সাথে বাক-বিতণ্ডায় জড়ান অজয় ও কারাণ। এমনকি কারাণ জোহারের উপর রীতিমত ক্ষোভ উগরে দেন অভিনেতা। সেইসময় পরিচালক হয়তো ভেবেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু কাজল তার উপর আস্থা রাখবেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। পরিচালকের দীর্ঘ ২৫ বছরের বন্ধু কাজল শেষপর্যন্ত তার স্বামী অজয় দেবগনের পাশেই দাঁড়ান। তিনি তার স্বামীর টুইট শেয়ার করে লিখেছিলেন, “অবাক হলাম”। আর এই পোষ্টের মাধ্যমেই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছিলেন তিনি তার দীর্ঘদিনের বন্ধুর উপর থেকে আস্থা হারিয়েছেন। আর এরপরেই তাদের বন্ধুত্বেরও ইতি ঘটে।

বলিউডের স্বনামধন্য পরিচালক কারাণ জোহার বহুবার স্বীকার করেছেন কাজল না থাকলে হয়তো তিনি প্রথম ছবিটা বানাতেই পারতেন না। নিজেদের বন্ধুত্ব নিয়ে ও একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে বহু জায়গায় কথা বলতে দেখা গিয়েছে তাদের। নিজের আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’তে পরিচালক আফসোসের সাথে লিখেছিলেন, কাজলের সাথে তার ২৫ বছরের বন্ধুত্বের জন্য তিনি যে ভালোবাসাটা অনুভব করতেন এখন সেই অনুভূতিটা তার আর নেই।

About Author