এই মুহূর্তে কাজল নিজের এই সাম্প্রতিক শাড়ি লুক শেয়ার করে নিয়েছেন নিজেই। কিয়ারা ও সিদ্ধার্থের রিসেপশনের পার্টিতে সাদা ট্রান্সপারেন্ট ডিজাইনার শাড়িতেই দেখা দিয়েছিলেন তিনি। সাথে পরেছিলেন ব্রা কাটিং ডিজাইনার ব্লাউজও। এদিন নুড মেকাপে হালকা গয়নায় ছিলেন অভিনেত্রী। ম্যাট লিপস্টিকে স্মোকি আই মেকাপ নিয়েছিলেন তিনি। হালকা হাসি বজায় রেখেছিলেন ঠোঁটে। আর এদিন এই লুকেই ক্যামেরার সামনে একাধিক পোজও দিয়েছিলেন তিনি। আপাতত সেই ঝলকের সূত্র ধরেই আবারো একাংশকে মুগ্ধ করেছেন অভিনেত্রী। ৪৮’এও রীতিমতো তাক লাগাতে পারেন তনুজা কন্যা। টেক্কা দিতে পারেন বর্তমানের বলি বিভাদেরও। সম্প্রতি সেই কথাই আবারো প্রমাণ করলেন অভিনেত্রী।
Kajol Look: ট্রান্সপারেন্ট শাড়িতে নজর কাড়লেন কাজল, ৪৮ বছর বয়সে এমন লুক অভিনেত্রীর
৯০'এর দশকের অন্যতম জনপ্রিয় সুন্দরী সফল অভিনেত্রী হলেন কাজল। সেলেব কিড হিসাবে মানুষ হলেও নিজের অভিনয় দক্ষতার গুণেই আজ সকলের মাঝে পরিচিত অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার…

আরও পড়ুন