পবন সিংয়ের সাথে রোমান্টিক হলেন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি, খাটে শুয়ে এমন করলেন (VIDEO)

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই…

Avatar

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘ছালাকাটা হামারো জাওয়ানি’ এই গানের তালেই পর্দায় খোলা আকাশের নীচে অভিনেতার সাথে চুটিয়ে রোমান্স করেছেন অভিনেত্রী। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। সকলের জন্য রইল সেই ভিডিওই।

‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামের জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে সোশ্যাল মিডিয়ার পাতায় পবন সিং ও কাজল রাগওয়ানীর এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে ৪৮ কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে তাদের এই নাচের ভিডিওটি। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ভোজপুরিয়া রাজা’র গান এটি। উল্লেখ্য গানটি গেয়েছিলেন প্রিয়াঙ্কা সিং ও স্বয়ং পবন সিং। গানের কথা দিয়েছিলেন আজাদ সিং। সুর দিয়েছিলেন মধুকর আনন্দ। আপাতত নিজেদের পুরনো ছবির এই পুনরায় ভাইরাল হওয়া গানের ভিডিওর সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চার আলোয় এই হিট ভোজপুরি জুটি।