বিনোদনবলিউড

নার্স হয়ে রোগীদের সঙ্গে নাচলেন কাজল রাঘওয়ানি, অভিনেত্রীর হটনেস দেখে সুস্থ হলেন রোগী (VIDEO)

৪.২ লাখের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখেছেন

×
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

Advertisements
Advertisement

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী। সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

Advertisements

সম্প্রতি ‘করে কাজররে’ গানে বেশ বোল্ড লুকে দেখা গেছে কাজলকে। এই গানের ভিডিওর শুরুতেই স্টাইলিশ পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। আবার গানটিতে কাজলকে দেখা যায় স্কুল ড্রেস পরে ও কিছুক্ষন পর আবার নার্সের পোশাক পরে নাচতে শুরু করেন অভিনেত্রী। কাজল রোগীদের সাথে অনেক নাচ করেন। কাজলের এই গানটি বর্তমানে ইউটিউবে ট্রেন্ড করছে। ‘ডিআরজে রেকর্ডস দেশি’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে কাজল রাঘভানির ‘করে কাজররে’ গানটি। এই গানটি এক বছরের পুরনো। এই গানটি এখনও অব্দি ৪.২ লাখ মানুষ দেখেছেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button