Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খেসারি লালের সামনে ভরপুর রোম্যান্স চালালেন কাজল রাঘওয়ানি। দেখুন এরপর কী হল

খেসারিলাল যাদব (Kheshari lal Yadav) মূলতঃ গায়ক হিসাবে প্রবেশ করেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর প্রকৃত নাম শত্রুঘ্ন (Shatrughan Yadav)। ‘খেসারি’ ছিল তাঁর স্টেজ নেম। পরবর্তী কালে অভিনেতা হিসাবে কেরিয়ার শুরুর…

Avatar

খেসারিলাল যাদব (Kheshari lal Yadav) মূলতঃ গায়ক হিসাবে প্রবেশ করেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর প্রকৃত নাম শত্রুঘ্ন (Shatrughan Yadav)। ‘খেসারি’ ছিল তাঁর স্টেজ নেম। পরবর্তী কালে অভিনেতা হিসাবে কেরিয়ার শুরুর সময় এই নামেই পরিচিতি লাভ করেন খেসারিলাল। তাঁর সাথে কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-র জুটি যথেষ্ট জনপ্রিয়। এই জুটি একাধিক হিট ফিল্ম উপহার দিয়েছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এগুলির মধ্যে অন্যতম হল ‘বালম জি লাভ ইউ’। সীমা দেবী রুংটা (Seema Devi Rungta) ও আনন্দ কুমার রুংটা (Anand Kumar Rungta)-র প্রযোজনায় নির্মিত এই ফিল্মটি পরিচালনা করেছেন প্রেমাংশু সিং (Premangsu Singh)।

এই ফিল্মের গান ‘দাল দে কেবাড়ি’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। গানটি গেয়েছেন খেসারিলাল, প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh), হানি কে. (Honey K.), খুশবু জৈন (Khushboo Jain) , ওম ঝা (Om Jha), শিশির পান্ডে (Shishir Pandey)। এখনও অবধি গানটির ভিডিওর ভিউ অতিক্রম করেছে সতের কোটির উপর। গানের শুরুতে দেখা যায় খেসারিলাল ও কাজল একে অপরের দিকে এগিয়ে আসছেন। খেসারিলালের পরনে রয়েছে হলুদ রঙের টি-শার্ট ও নীল ডেনিম ট্রাউজার এবং নীল রঙের ডেনিম জ্যাকেট। কাজলের পরনে রয়েছে সবুজ রঙের প্রিন্টেড অফ শোল্ডার ক্রপ টপ ও লাল-কমলা-গোলাপি কম্বিনেশনের হাই-থাই স্লিটেড স্কার্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসময় শুরু হয় নাচ। গানের সুরে খেসারিলালের প্রতি ভাই প্রকাশ ঘটান কাজল। জ্বালাতে চান দেশলাই। খেসারিলাল বলেন, তাঁর হৃদয়ের মোবাইলের নেটওয়ার্ক যথেষ্ট পরিষ্কার। ফলে তিনি কাজলের সব কথাই বুঝতে পারছেন। তবে অন্য ভোজপুরি গানের মতো এই গানে কাজল শুধুই প্রেমিকা। তিনি সেক্স অবজেক্ট নন। এমনকি গানের মাঝে ঘটে না পোশাক পরিবর্তন। সাধারণ হয়েও এই কারণেই এই গান অসাধারণ। এই গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি (Shyam Dehati) ও সঙ্গীত পরিচালনা করেছেন ওম ঝা (Om Jha)।

About Author