সোশ্যাল মিডিয়ার সঙ্গে মানুষের সংযোগ যত বেড়েছে বিনোদন জগতেও এসেছে একটি বড় পরিবর্তন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে বিনোদনের ওতপ্রোত যোগ রয়েছে। নেটদুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে চোখ রাখলেই দেখা যাবে নানান সিনেমা এবং গানের ভিডিও। বেশ ভাইরালও হয় এই ভিডিওগুলি। বিশেষ করে এখন ভোজপুরি কনটেন্টের (Bhojpuri Film) প্রতি দর্শকদের বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। ভোজপুরি নাচ, গানের ভিডিও গুলি বেশ ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে।
করোনার সময় থেকেই বিনোদন জগতে এসেছে বড়সড় পরিবর্তন। আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রগুলির প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছেন দর্শক। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমাগুলি যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি পেয়েছে, তেমনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির রমরমা বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। আগেও ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা একই রকম ছিল আমজনতার মধ্যে। আর এখন যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি, উন্মাদনা বেড়ে চলেছে ভোজপুরি কনটেন্ট নিয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
বর্তমানে হিন্দি সিনেমার তুলনায় ভোজপুরি ছবি, গান নিয়েই চর্চা বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই ভাইরাল হয় ভোজপুরি গান এবং নাচের ভিডিও। ভোজপুরি সিনেমার প্রসঙ্গ উঠলে দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার নাম আসবে প্রথমেই। ভোজপুরি সিনেমার দীর্ঘদিনের সদস্য তিনি। এই ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার নিরাহুয়া। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানীর সঙ্গে তাঁর একটি মিউজিক ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
‘মায়রে মায়রে বাথতা কমরিয়া’ গানটি আবারও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। গানে শরীরে শুধুমাত্র একটি তোয়ালে জড়িয়ে নিরাহুয়ার সঙ্গে উদ্দাম রোম্যান্স করতে দেখা গিয়েছে কাজলকে। বিগ স্টার ভোজপুরি ইউটিউব চ্যানেলে ভিডিওটি ৯ বছর আগে শেয়ার করা হলেও এখন নতুন করে ফের উঠে এসেছে আলোচনায়। ২.৩ কোটি ভিউ হয়েছে এই ভিডিওটিতে।