Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমুদ্রের গভীরে ঘনিষ্ঠ মুহূর্তে কাজল-গৌতম, ফের ভাইরাল ছবি

সিঙ্ঘম অভিনেত্রী কাজল আগারওয়াল সম্প্রতি মলদ্বীপে (Maldives) তাঁর স্বামী গৌতম কিচলুর সঙ্গে হানিমুন পর্বে মেতে উঠেছেন। কখনো জলের তলায় ফুলশয্যার খাট সাজিয়েছেন তো কখনো সমুদ্রের গভীরে ছুটে চলেছেন স্বামীর হাত…

Avatar

সিঙ্ঘম অভিনেত্রী কাজল আগারওয়াল সম্প্রতি মলদ্বীপে (Maldives) তাঁর স্বামী গৌতম কিচলুর সঙ্গে হানিমুন পর্বে মেতে উঠেছেন। কখনো জলের তলায় ফুলশয্যার খাট সাজিয়েছেন তো কখনো সমুদ্রের গভীরে ছুটে চলেছেন স্বামীর হাত ধরে। সম্প্রতি তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে কালো বিকিনিতে দেখা গেছে দক্ষিনি অভিনেত্রীকে। সমুদ্রের গভীরে মাছেদের সাম্রাজ্যে দাপিয়ে রোম্যান্স করছেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কখনো একা আনন্দ নিচ্ছেন জলের শীতলতাকে, জলের গভীরতা। সমুদ্রের গভীরতা যতটা, ভালবাসার গভীরতাও ঠিক ততটা, হয়তো এটাই বুঝতে চাইছেন অভিনেত্রী।

জলের নীচে, রংবেরংয়ের মাছেদের দেখতে দেখতে, স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটালেন দক্ষিনি অভিনেত্রী।

মলদ্বীপের বিখ্যাত স্কুবা ডাইভ করার নেশা অনেকেরই আছে। যারা মলদ্বীপ ভ্রমণে যান তাঁরা একবার হলেও স্কুবা ডাইভিং (Scuba Diving) করে। প্রসঙ্গত গত ৩০ শে অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন কাজল। পরিবারের ঘনিষ্ঠ মহলের সঙ্গী এই শুভ অনুষ্ঠান সম্পন্ন করেন অভিনেত্রী। এর ঠিক সাত দিন পরেই স্বামীর সঙ্গে উড়ে আসেন মলদ্বীপে। আসার পর থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। মলদ্বীপের সৌন্দর্যে মেতে উঠেছেন অভিনেত্রী।

About Author