মাছেদের সঙ্গে, মাছেদের রাজ্যে রোম্যান্স করছেন সিঙ্ঘম গার্ল কাজল আগরওয়াল। ৩০ শে অক্টোবর প্রেমিক বন্ধু গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। ঠিক এর সাত দিন পরেই স্বামীর সঙ্গে উড়ে আসেন মলদ্বীপে।। এসেই একের পর এক ছবি শেয়ার করেন অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমলদ্বীপের সৈকতে একান্তে সময় কাটানোর নানা মুহূর্ত অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম পেজে। কখনো মেতেছেন নীলে তো কখনো লালে। তবে এই প্রথম অন্দরমহলের ভালবাসার ঘরের ছবি শেয়ার করেন অভিনেত্রী। হালকা নীলচে-সবুজ চাদর, নরম বিছানা, মাথার উপর ইয়া বড় কাচের জানালা। কখনো দুজন হাতে হাত রেখে মাছেদের মধ্যে রোম্যান্স করছেন তো কখনো দুজন মুখোমুখি।