Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুই চ্যানেলে জোর টক্কর, সোলাঙ্কি ও উষসীর মধ্যে সেরা ‘কাদম্বিনী’ হবে কে

কৌশিক পোল্ল্যে: ধারাবাহিকের ইতিহাসে এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। একইদিনে বাংলার দুই জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা ও স্টার জলসায় এল একই নামের সিরিয়াল প্রোমো ‘কাদম্বিনী’। দুই ধারাবাহিকের গল্পের…

Avatar

কৌশিক পোল্ল্যে: ধারাবাহিকের ইতিহাসে এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। একইদিনে বাংলার দুই জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা ও স্টার জলসায় এল একই নামের সিরিয়াল প্রোমো ‘কাদম্বিনী’। দুই ধারাবাহিকের গল্পের কাহিনী ও প্রেক্ষাপট একই বিষয়কে কেন্দ্র করে।

বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীর জীবনীর ওপর ভিত্তি করে এগোবে সিরিয়ালের গল্প। সেইমতো দুই চ্যানেলেই সিরিয়ালের ভিন্ন ভিন্ন টিসার রিলিজ করেছে। যদিও জি বাংলার টিসারটি আগে মুক্তি পায়। 18 ই ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত টিসারটিতে উষসী রায়কে দেখা যাচ্ছে মহিলা ডাক্তারের ভূমিকায়। তাকে এর আগে দেখা গিয়েছে ‘বকুল কথা’ ধারাবাহিকের মূল চরিত্রে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বিবাহ বার্ষিকীতে বৌকে চুম্বন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল জিতের ছবি

ওই একই তারিখে, আসছে ‘কাদম্বিনী’ নামের একটি মোশন ছবি প্রকাশ্যে আসে স্টার জলসার তরফে। এর পাঁচদিনের মাথায় জলসার টিসারটি প্রকাশ্যে আসে যেখানে ধারাবাহিকের নাম ‘প্রথমা কাদম্বিনী’। গল্পে তার শৈশব জীবনের সূত্রপাত থেকে ধারাবাহিকের সূচনা হবে। এখানে নামভূমিকায় অভিনয় করবেন ‘ইচ্ছে নদী’ সিরিয়ালখ্যাত সোলাঙ্কি রায়।

একই গল্পের প্লট নিয়ে একই সময়ে দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি টক্কর অপেক্ষমান। তার উপর উষসী ও সোলাঙ্কির মতো দুই জনপ্রিয় টেলি অভিনেত্রীর অভিনয়ের লড়াই কেমন জমে তা সময়ই বলে দেবে। এখন দেখুন এই দুই সিরিয়ালের টিজার, যা নীচে সাজানো রয়েছে শুধুমাত্র আপনার জন্য।

About Author