বর্তমান যুগে ইনস্টারিল বানানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম একটি গুরুত্বপূর্ণ এবং পছন্দের প্ল্যাটফর্ম সাধারণ থেকে তারকা সকলের কাছেই। একরত্তি বাচ্চাগুলোও বাদ থাকছে না। সম্প্রতি এই ঠাকুমাও নিজের কামাল দেখালেন ইনস্টাগ্রামের পাতায়। তার বানানো ভিডিওগুলি দেখে এটুকু স্পষ্ট তিনি রীতিমতো ফিট রয়েছেন এই বয়সেও। তাকে দেখে শেখার আছে অনেককিছুই। বয়সটা সত্যিই সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দিলেন এই ভাইরাল ঠাকুমা।
Viral: ‘কাঁচা বাদাম’ গানে দুর্দান্ত নাচলেন ঠাকুমা, ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় নেটজনতা
গতবছর থেকেই ভুবনবাবুর 'কাঁচা বাদাম' গান রীতিমতো মন কেড়েছে সকলের। এই গানের হাত ধরে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতির জন্যই তিনি ভাইরাল হয়েছিলেন…

আরও পড়ুন