Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিচারে বিলম্ব! আগামীকাল ফাঁসি হচ্ছে না নির্ভায়ার ধর্ষকদের

দিল্লীর এক আদালত শুক্রবার নির্ভয়া গণধর্ষণ মামলায় চার আসামির ফাঁসি নিয়ে সমস্ত জল্পনা বন্ধ করে নিশ্চিত করেছে যে তাদের কেউই শনিবার ফাঁসিতে ঝুলবে না। বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন কুমার…

Avatar

দিল্লীর এক আদালত শুক্রবার নির্ভয়া গণধর্ষণ মামলায় চার আসামির ফাঁসি নিয়ে সমস্ত জল্পনা বন্ধ করে নিশ্চিত করেছে যে তাদের কেউই শনিবার ফাঁসিতে ঝুলবে না।

বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্ত ও মুকেশ সিং এই চারজনকে শনিবার ফাঁসিতে ঝোলানো হবে বলে ঠিক হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার মীরাট থেকে তিহার জেল প্রাঙ্গণে পৌঁছেছিল জল্লাদ এবং ভোরে সে তার দায়িত্ব পালন করবে হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু শুক্রবার তাদের ফাঁসিতে আবার স্থগিতাদেশ দেয় আদালত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুপ্রিম কোর্ট এর আগে অপরাধী অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করার আবেদনটি খারিজ করেছে।চার আসামিই মৃত্যুদণ্ড বিলম্ব করার জন্য যে পথ গুলি ছিল তা ব্যবহার করে ফেলেছে। এছাড়া চারজনের মধ্যে তিনজন বিচারিক ব্যবস্থার অধীনে তাদের প্রদত্ত সমস্ত আইনী সুবিধা শেষ করে ফেলেছে। শুক্রবার তাদের আইনজীবী এপি সিং বলেন যে তার ক্লায়েন্টদের আবেদন করার পূর্ণ সুযোগ দেওয়া হচ্ছে না। এই চার জনকে ২০১২ সালে এক কিশোরীর নির্মম গণধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছিল।এর প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছিল।

About Author