Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিরাটের সামনে এখন ব্রিটিশ বধ করার পালা! এক নজরে দেখে নিন, কবে কোন ম্যাচ আছে

অস্ট্রেলিয়া (Australia) সফর আপাতত অতীত। এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) একমাত্র লক্ষ্য হল ঘরের মাঠে ইংল্যান্ডকে (England) হারানো। ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন স্বীকার করে নিয়েছেন যে,…

Avatar

অস্ট্রেলিয়া (Australia) সফর আপাতত অতীত। এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) একমাত্র লক্ষ্য হল ঘরের মাঠে ইংল্যান্ডকে (England) হারানো। ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন স্বীকার করে নিয়েছেন যে, ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দল হিংস্র বাঘের থেকেও ভয়ানক হতে পারে। তবে ইংল্যান্ডকেও হালকাভাবে নিলে চলবে না। ইতিমধ্যে শ্রীলঙ্কার (Srilamka) বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জয় করেই ভারতের মাটিতে তারা খেলতে আসছে। আর ভৌগলিক দুরত্ব কম হওয়ার কারণে শ্রীলঙ্কা এবং চেন্নাইয়ের (Chennai) উইকেটের মধ্যে খুব একটা ফারাক থাকবে না। ফলে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে ইংল্যান্ডের অনুশীলনটা যে বেশ ভালই হয়ে গেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, ভারতের মাটিতে ব্রিটিশদের সঙ্গে বিরাটরা কবে, কোন ম্যাচ খেলবে।…

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ

প্রথম ম্যাচ : ৫ থেকে ৯ ফেব্রুয়ারি – এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই

দ্বিতীয় ম্যাচ : ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি – এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই

তৃতীয় ম্যাচ : ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ (দিন-রাতের টেস্ট)

চতুর্থ ম্যাচ : ৪ থেকে ৮ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

প্রথম ম্যাচ : ১২ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

দ্বিতীয় ম্যাচ : ১৪ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

তৃতীয় ম্যাচ : ১৬ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

চতুর্থ ম্যাচ : ১৮ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

পঞ্চম ম্যাচ : ২০ মার্চ – সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ

ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ

প্রথম ম্যাচ : ২৩ মার্চ – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম – পুনে

দ্বিতীয় ম্যাচ : ২৬ মার্চ – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম – পুনে

তৃতীয় ম্যাচ : ২৮ মার্চ – মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম – পুনে

প্রথম দুটো টেস্ট ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক). রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ (উিকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুল

নেট বোলার : অঙ্কিত রাজপুত, আভেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম, সৌরভ কুমার

স্ট্যান্ডবাই ক্রিকেটার : কেএস ভারত, অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ় নাদিম, রাহুল চহ্বর, প্রিয়াঙ্ক পঞ্চাল

About Author