Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার হয়েছে বেশ কয়েকদিন, এখনও চলছে উদ্ধারকাজ, উত্তরাখণ্ডে মৃত বেড়ে ৪৩

চামোলি: সম্প্রতি উত্তরাখণ্ডে (Uttarakhand) ঘটে যাওয়া ভয়ঙ্কর হিমবাহ (Glacier) স্খলনের ঘটনায় প্রাণ হারায় অগুনতি মানুষ। উত্তরাখণ্ডে হিমাবাহ ভেঙে তৈরি হওয়া হ়ড়পা বানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। রবিবার (Sunday) সকালে…

Avatar

চামোলি: সম্প্রতি উত্তরাখণ্ডে (Uttarakhand) ঘটে যাওয়া ভয়ঙ্কর হিমবাহ (Glacier) স্খলনের ঘটনায় প্রাণ হারায় অগুনতি মানুষ। উত্তরাখণ্ডে হিমাবাহ ভেঙে তৈরি হওয়া হ়ড়পা বানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। রবিবার (Sunday) সকালে উদ্ধারকারীরা তপোবনের সুড়ঙ্গ থেকে আরও ৫টি দেহ উদ্ধার করেছেন। আশঙ্কা করা হচ্ছে, এখনও সুড়ঙ্গের ভিতর বেশ কয়েকজন আটকে থাকতে পারে। তাদের সন্ধান পেতে উদ্ধারকাজে গতি বাড়াচ্ছে প্রশাসন। ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৬০ জন।শনিবার থেকেই তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরও বড় পথ তৈরি করে উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আশঙ্কা, ভিতরে আটকে রয়েছেন ৩০ জনের মতো। সেই প্রক্রিয়া আংশিক শেষ হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত নতুন করে ৫জনের দেহ উদ্ধারের সম্ভব হয়েছে।উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে যাওয়ার পর হড়পা বানে ভেসে যায় এলাকা। অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে বন্যার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি সেতু ভেঙে যাওয়ার পাশাপাশি দু’টি বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে একটি তপোবন-বিষ্ণুগড় বিদ্যুৎ কেন্দ্র। এনটিপিসির এই প্রকল্পটির জেনারেল ম্যানেজার আরপি আগরওয়াল বলেছেন, ‘‘তিনটি ভিন্ন পদ্ধতিতে টানেলে আটকে পড়া মানুষদের উদ্ধার করার কাজ চলছে। শুক্রবার একটি বড় গর্ত তৈরি করা হয়েছে, যেখান দিয়ে একটি পাইপ ও ক্যামেরা সুড়ঙ্গের ভিতর যেতে পারে। ক্যামেরার সাহায্যে দেখা হচ্ছে ভিতরে কেউ আটকে পড়েছেন কি না।’’
About Author