Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: ‘জুনিয়র কুমার শানু‘ র সাথে গলা মেলালেন কুমার শানু, ইন্ডিয়ান আইডল ১৪ এর ভিডিও ভাইরাল

ডিজিটাল দুনিয়াতে যতই ওয়েব সিরিজ আসুক না কেন কেও পাল্লা দিতে পারে না টিভি সিরিয়ালকে। সন্ধ্যে নামলেই প্রত্যেকের বাড়িতে চালু হয়ে যায় বিভিন্ন ভাষার টিভি সিরিয়াল। এই সিরিয়ালের চরিত্র সকল…

Avatar

ডিজিটাল দুনিয়াতে যতই ওয়েব সিরিজ আসুক না কেন কেও পাল্লা দিতে পারে না টিভি সিরিয়ালকে। সন্ধ্যে নামলেই প্রত্যেকের বাড়িতে চালু হয়ে যায় বিভিন্ন ভাষার টিভি সিরিয়াল। এই সিরিয়ালের চরিত্র সকল মানুষের প্রিয় হয়ে ওঠে। টিভি সিরিয়ালের পাশাপাশি টিভিতে যেই শো সাধারণ মানুষের ব্যাপক পছন্দ হয়, তা হল রিয়েলিটি শো। গানের তালে বা নাচের ঝঙ্কারে জমজমাট এই সমস্ত রিয়েলিটি শো বিনোদন দুনিয়ার হটকেক। রিয়েলিটি শোয়ের দুনিয়াতে বেশ জনপ্রিয় ইন্ডিয়ান আইডল। আর আজকের এই প্রতিবেদনে এমনই একটি প্রতিভা সমন্ধে জানাবো।ইন্টারনেট দুনিয়াতে আজকাল ব্যাপক ভাইরাল হ্য় বিভিন্ন বিনোদনমূলক ভিডিও। মাঝে মাঝেই নাচের বা গানের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। লাখ লাখ মানুষ এই সমস্ত ভিডিও দেখেন। আবার অনেকে এই সমস্ত ভিডিও শেয়ার করে থাকেন। ভিডিও মুহূর্তে মুহূর্তে ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়াতে। সম্প্রতি একটি শর্ট ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা ইন্ডিয়ান আইডলের ক্লিপ। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শোয়ের অনেক সিজন এসেছে। তারমধ্যে সিজন ১৪ এর একটি প্রতিযোগীর ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এতে কুমার শানুর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন এক প্রতিযোগী। তাঁরা একসাথে ‘ইয়ে কালি কালি আঁখে‘ গানটি করেছেন। তাঁদের দুজনের কণ্ঠ ছিল মধুর মত। সকলেই তাঁদের গান শুনে মোহিত হয়েছে। এই ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন ও লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে ভিডিওতে ওই প্রতিযোগীকে ‘জুনিয়র কুমার শানু‘ বলে অভিহিত করেছে।
About Author