Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সর্বনাশ হল শ্রীময়ীর, সন্তানের মা হতে চলেছেন জুন, দেখুন ভিডিও

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘শ্রীময়ী’ ধারাবাহিকে এলো নতুন ট‍্যুইস্ট। শ্রীময়ীর সতীন জুন ঘোষণা করেছেন, তিনি গর্ভবতী ও তাঁর সন্তানের বাবা শ্রীময়ীর স্বামী অনিন্দ্য। যথারীতি ধারাবাহিকে এখন ‘ধুম তা…

Avatar

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘শ্রীময়ী’ ধারাবাহিকে এলো নতুন ট‍্যুইস্ট। শ্রীময়ীর সতীন জুন ঘোষণা করেছেন, তিনি গর্ভবতী ও তাঁর সন্তানের বাবা শ্রীময়ীর স্বামী অনিন্দ্য। যথারীতি ধারাবাহিকে এখন ‘ধুম তা না না’ মুহূর্ত। জুনের গর্ভবতী হওয়ার ঘোষণার সিনে সিরিয়ালের চরিত্রদের আতঙ্কিত মুখ তিন বার করে দেখানো হয়েছে। কিন্তু দর্শকদের কাছে এটাই প্রশ্ন যে, জুন আন্টির আসলে বয়স কত? জুন আন্টি ও অনিন্দ্যর বয়সের ফারাক কি আদৌ আছে?

আপাতত শ্রীময়ী এইসব যুক্তি নিয়ে চিন্তিত নন। শ্রীময়ী অনেক প্ল‍্যানিং করে জুনকে সবেমাত্র বাগে এনেছিলেন, জুনের মা হওয়ার ঘোষণায় তাঁর ও রোহিতের সব পরিশ্রম বৃথা হয়ে গেল। এমনিতেও জুন নিজের অজান্তেই শ্রীময়ীর বাড়ি ‘আনন্দ নিকেতন’ দুই কোটি টাকার বিনিময়ে শ্রীময়ীকেই বিক্রি করেছেন। এরপর শ্রীময়ী ক্রেতা, এই খবর জানতে পেরে তিনি অবাক হয়ে যায়। জুনকে শ্রীময়ী বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে জুন বলেন, তিনি বেরিয়ে গেলেও অনিন্দ্যর সন্তানের এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং এই মুহূর্তে জুন অনিন্দ্যর সন্তানের মা হতে চলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দর্শকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, জুন কি করে অনিন্দ্যর সন্তানের মা হতে চলেছেন। তাঁরাও বেশি ভাবতে পারছেন না, যদি তাঁদের ভাবনা সেন্সরড হয়ে যায়। এমনকি অনলাইন পোর্টালের পেজ থ্রি এডিটররাও ব্যাপারটা খোলসা করতে পারছেন না, যদি তাঁদের আর্টিকল-ও ‘A’মার্কা হয়ে যায়! কিন্তু শ্রীময়ী দেখে শুনে মনে হচ্ছে জুন-এর ব্রেন এতটাই অসাধারণ যে তাঁর একবার ‘ইসরো’ বা ‘নাসা’য় ট্রাই করা উচিত। তাহলে পৃথিবীর মানুষ অতি সহজেই মহাকাশে বাসযোগ্য কোনো গ্রহ খুঁজে পাবেন। অবশ্য ‘শ্রীময়ী’র চিত্রনাট্যকারও অসাধারণ। তিনি একবার এই ধরনের চিত্রনাট্য নাসা-য় পাঠিয়ে দেখতে পারেন। যাই হোক, আপাতত গল্পের গরু গাছে উঠে ডাল ধরে ঝুলছে। এখন শুধুই অপেক্ষা ‘শ্রীময়ী’র দাবার চালের।

About Author