Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holidays: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন ছুটির তালিকা

রিজার্ভ ব্যাংকের সম্পূর্ণ ছুটির তালিকা মেনে এবারে জুন মাসে বেশ কয়েকটি দিনে ছুটি থাকবে ব্যাংক। ধর্মীয় ছুটি আঞ্চলিক উৎসব এবং সপ্তাহ শেষের ছুটির কারণে জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে…

Avatar

রিজার্ভ ব্যাংকের সম্পূর্ণ ছুটির তালিকা মেনে এবারে জুন মাসে বেশ কয়েকটি দিনে ছুটি থাকবে ব্যাংক। ধর্মীয় ছুটি আঞ্চলিক উৎসব এবং সপ্তাহ শেষের ছুটির কারণে জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে বিভিন্ন জায়গায় ব্যাংক। তবে রাজ্য শহর এবং স্থান ভেদে এই ছুটির ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। বাংলার সঙ্গে অবশ্যই উত্তর-পূর্বের কোন রাজ্যের ছুটির তালিকা মিলবে না। সেই কারণে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সারা ভারতে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকে আঞ্চলিক উৎসবগুলির উপর নির্ভর করে ২০২৪ সালের জুন মাসের একটি ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। জুন মাসে কমপক্ষে ১২ দিনের জন্য ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারের ছুটি। বিশেষ করে এই মাসে কিন্তু পাঁচটি রবিবার রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই জুন মাসের সম্পূর্ণ ছুটির তালিকা।

৯ জুন, হিমাচল প্রদেশ হরিয়ানা এবং রাজস্থান রাজ্য মহারানা প্রতাপ জয়ন্তীর কারণে থাকবে ছুটি। ১০ জন পাঞ্জাবের শ্রীগুরু অর্জুনদেব জির শাহাদাত দিবসের কারণে থাকবে ছুটি। ১৪ জুন পাহিলি রাজার জন্য ছুটি থাকবে উড়িষ্যার ব্যাংকে। ১৫ ই জুন উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের ব্যাংক YMA দিবসের জন্য থাকবে ছুটি। এছাড়াও রাজা সংক্রান্তির জন্য থাকবে ছুটি ওড়িশার ব্যাঙ্কে। ১৭ জুন ব্যাংক ছুটি থাকবে সারা ভারতে বকরি ঈদ উপলক্ষে। ২১ জুন ভাত সাবিত্রী ব্রতর জন্য অনেক রাজ্যের ব্যাংক বন্ধ থাকতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে সপ্তাহ শেষে ব্যাংকের ছুটির তালিকা যদি আমরা দেখি তাহলে, ৮ জুন দ্বিতীয় শনিবার থাকার কারণে সারা ভারতে ব্যাংক বন্ধ থাকবে। ২২ জুন চতুর্থ শনিবার থাকার কারণে ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতে। অন্যদিকে ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ জুন রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে। তবে ব্যাংক ছুটি থাকলেও, অনলাইন ব্যাংকিং কিন্তু পুরোপুরি ভাবে চালু থাকবে। আপনারা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ঘরে বসে একাউন্ট থেকে অর্থ স্থানান্তর করতে পারেন। এছাড়াও ইউপিআই ব্যবহার করে আপনি টাকা লেনদেন করতে পারেন। পাশাপাশি নগদ তোলার ক্ষেত্রে আপনি এটিএম ব্যবহার করতে পারেন। আজকাল ডিজিটাল ব্যাংকিং এর কারনে ঘরে বসে কিন্তু আপনারা টাকা তুলতে পারেন। তাই আগামী দিনে ব্যাংকে যাওয়ার আগে ছুটির তালিকা অবশ্যই দেখে নেবেন।

About Author