বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। তবে আপনি কি জানেন একটা সময় এই সালমান খান জুহি চাওলাকে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসালমানের একটি পুরানো ভিডিও ভাইরাল হচ্ছে যাতে সালমানকে বলতে দেখা যায় যে তিনি জুহি চাওলাকে বিয়ে করতে চান। এই ভিডিওটি ১৯৯০ সালের কাছাকাছি যেখানে সালমান খান বলেছেন যে জুহি খুব মিষ্টি। এমনকি আমি তার বাবার কাছে জুহির হাত চেয়েছিলাম। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রতিবেদক ভাইজানকে প্রশ্ন করেছিলেন- ‘কেন, আপনি তাকে জিজ্ঞেস করেননি?’ উত্তরে ভাইজান জানিয়েছিলেন, ‘আমি জানি না, হয়তো আমাকে তাঁদের পছন্দ হয়নি।’
আপনাদের জানিয়ে রাখি, দিওয়ানা মাস্তানা ছবিতে একসাথে কাজ করেছিলেন সালমান খান ও জুহি চাওলা। ১৯৯৭ সালের এই ছবিতে ক্যামিও রোল ছিল সালমান খানের। পরে জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহেতাকে বিয়ে করেন। আর সালমান খানের অনেক অভিনেত্রীর সাথে সম্পর্কের সূচনা হলেও, কোনোটাই পরিণতি পায়নি।
This salman khan ❤❤ pic.twitter.com/GQP4fffpRu
— Arshi Siddiqui (@Arshi_E_Sid) March 10, 2023