নব্বই এর দশকের বলিউড অভিনেত্রীদের মধ্যে একটি জনপ্রিয় নাম জুহি চাওলা। সৌন্দর্যের সাথে সাথে দক্ষ অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন দর্শকের। তিনি প্রথমে জুটি বাঁধেন আমির খানের সঙ্গে, এরপর ক্রমাগত হিট ছবি আসতে থাকে। পরে শাহরুখ খানের সাথেও তাকে বেশ কয়েকটি ছবিতে দেখা যায়। জুহি-শাহরুখ অভিনীত ‘ইয়েস বস’ আজও দর্শকদের একইরকম পছন্দ। অন্যদিকে তাদের বন্ধুত্বও বেশ জনপ্রিয় ছিল।
বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। লকডাউনে বন্দী থাকার ফলে পরিবারের সাথে বেশি করেই সময় কাটাচ্ছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি খুব একটা সক্রিয় নিন, তবে একঘেয়েমি কাটাতে এবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন নিজের গাওয়া একটি গান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজনপ্রিয় ছবি ‘ইয়েস বস’ এর ‘ম্যায় কই অ্যায়সা গীত গায়ু’ খালি গলায় গেয়ে পোস্ট করলেন এই অভিনেত্রী। এরপর রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই গান। অনুগামীরা বেশ পছন্দ করেছেন প্রিয় অভিনেত্রীর কন্ঠের গানটিকে। এরপর তিনি গানের লড়াই খেলার কথাও বলেন।