বলিউডবিনোদন

Juhi Chawla’s Daughter: মেয়ের জন্য গর্বিত জুহি চাওলা, স্বপরিবারে ছবি শেয়ার করে সেকথাই জানালেন অভিনেত্রী

×
Advertisement

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী জুহি চাওলা। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরাও। তবে এই মুহূর্তে অভিনেত্রী চর্চায় রয়েছেন তার মেয়ে জাহ্নবী মেহেতার সূত্র ধরেই।

Advertisements
Advertisement

বলিউডে অভিনয় করাকালীনই জয় মেহেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে অভিনয় ছাড়েননি তিনি। তবে বর্তমানে অভিনেত্রী বাছাই করা ছবিতেই অভিনয় করে থাকেন। জয় ও জুহির দুই সন্তান রয়েছে। ছেলে অর্জুন মেহেতা, মেয়ে জাহ্নবী মেহেতা। খুব সম্প্রতি কলম্বিয়া থেকে স্নাতক হয়েছে, জুহি কন্যা জাহ্নবী। সম্প্রতি সেই কথাই ছবি শেয়ার করে জানালেন অভিনেত্রী। আনন্দের বহিঃপ্রকাশ করলেন শেয়ার করা ছবির ক্যাপশনেই।

Advertisements

Advertisements
Advertisement

এই মুহূর্তে অভিনেত্রীর শেয়ার করা ছবি রীতিমতো মিডিয়ার পাতায় চর্চায় রয়েছে। নিজের পড়াশোনা জীবনের একটা অধ্যায় শেষ করেছে অভিনেত্রী কন্যা জাহ্নবী। আর সেই দিনটিকেই আরো বেশি বিশেষ করতে তার কাছে স্বপরিবারে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। এদিন মোট চারটি ছবি শেয়ার করে নিয়েছেন জুহি। স্নাতক টুপিও দেখা গিয়েছিল জাহ্নবীর মাথায়। সেই টুপি পরে ছবিও তুলেছে ভাই অর্জুন। এদিন সকলেই যে বেজায় খোসমেজাজে ছিলেন, তা ঝলকেই স্পষ্ট। আর অভিনেত্রীও যে জাহ্নবীকে নিয়ে বেশ খুশি ও গর্বিত হয়েছেন, তা তার ক্যাপশনে নজর রাখলেই বোঝা যাবে।

অভিনেত্রী কন্যা ছোট থেকেই যে পড়াশোনা করতে ভালোবাসেন সেকথা হয়তো জানেন অনেকেই। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে নিজের মেয়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেকথা। উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলক দেখে বর্তমানে নেটনাগরিকদের একাংশের মত, জাহ্নবীর হাসি একেবারেই তার মায়ের মতো। বলাই বাহুল্য, এই মুহূর্তে জাহ্নবীর সুত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত গোটা মেহেতা পরিবার।

Related Articles

Back to top button