Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনা গোয়েন্দাদের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে ধৃত সাংবাদিক

দিল্লি : চিনা গোয়েন্দাদের কাছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবারহ করার অভিযোগে গ্রেফতার করা হল দিল্লির ফ্রিলান্স সাংবাদিক রাজীব শর্মাকে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ও…

Avatar

দিল্লি : চিনা গোয়েন্দাদের কাছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবারহ করার অভিযোগে গ্রেফতার করা হল দিল্লির ফ্রিলান্স সাংবাদিক রাজীব শর্মাকে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রাজীব চিনা গোয়েন্দাদের হাতেই তুলে দিয়ে এসেছেন। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে লিখতেন রাজীব শর্মা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর বিনিময়ে পেতেন মোটা টাকা। এই একই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো এক চিনা মহিলা ও নেপালের এক ব্যক্তিকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে জানানো হয়েছে এরা তিন জনই একসাথে চরবৃত্তি করতেন। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে চিনা গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাত করতেন সাংবাদিক রাজীব শর্মা। এমনকি তাদের হাতে তুলে দিতেন নানা গুরুত্বপূর্ণ তথ্য।

রাজীবের সঙ্গী ছিলেন ওই চিনা মহিলা ও এক নেপালি নাগরিক তারা মহীপালপুরে এদের একটি কোম্পানিতে রয়েছে। সেখান থেকে তাঁরা ভারতে তৈরি ওষুধ চিনে সরবারহ করতেন। তথ্য সরবারহ করার জন্য টাকা আনতো এজেন্টেরা, এই নিয়ে গত ১ বছরে প্রায় ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।

About Author