দীর্ঘ বারো বছর পরে আজ জোকা থেকে তারাতলা পর্যন্ত শুরু হচ্ছে মেট্রোর মহড়া দৌড়। মহড়া শেষ হবার পর জোকা থেকে তারাতলা পর্যন্ত চলতি বছরের অক্টোবর মাসে পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় রেলওয়ে। জোকা ঠাকুরপুকুর শখের বাজার বেহালা চৌরাস্তা বেহালা বাজার এবং তারাতলা স্টেশন ইতিমধ্যেই নির্মাণ হয়ে গিয়েছে। তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন। মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পথ নির্মাণ এখনো পর্যন্ত শুরু না হলেও, মাঝেরহাট এর পরের অংশের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
জোকা থেকে তারাতলা পর্যন্ত ওই মেট্রো পরিষেবা শুরুতে ওয়ান ট্রেন সার্ভিস ব্যবস্থায় চলবে বলে জানিয়েছেন এই রুটের রেল কর্তারা। হঠাৎ একটি ট্রেন জোকা ছেড়ে সমস্ত স্টেশন হয়ে তারাতলা পৌঁছবে আবার ফিরতি পথে ওই লাইন ধরে অথবা পাশের লাইন দিয়ে তারাতলা ফিরে আসবে। অর্থাৎ মেট্রো কর্তারা বলছেন একটি ট্রেন নিয়ে যদি মহড়া দৌড় শুরু হয় তাহলে সিগন্যালিং ব্যবস্থার প্রয়োজন হবে না। একাধিক ট্রেন যদি লাইনে থাকে তাহলে সিগন্যালিং ব্যবস্থার প্রয়োজন হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসূত্রের খবর মেট্রোর পরিষেবার ডিপো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ রেক রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত পরিকাঠামো এবং ডিপো অত্যন্ত প্রয়োজন। জমি জটে ডিপোর নির্মাণকার্য একটা দীর্ঘ সময় পর্যন্ত থমকে থাকার পর ২০১৭ সালে এই ডিপো নির্মাণের কাজ শুরু হয়। তারপরেও বহুদিন ডিপো নির্মাণের জন্য একেবারে জমি না মেলার কারণে এই কাজ শুরু হয়নি। পরে রাজ্য সরকারের তরফ থেকে জমির দাদাদের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করে জট ছাড়ানো হয়। চলতি বছরের শুরুতে জমির ৯৫ শতাংশ জট কাটার কারণে পুরোমানে নির্মাণ শুরু হয়েছে সমস্ত কিছুর।