Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে জয়েন্ট এনট্রান্স মেইন এবার হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলাতেও

এবার থেকে কেন্দ্রীয় জয়েন্ট এনট্রান্স পরীক্ষা দেওয়া যাবে বাংলাতেও। বাংলা সহ মোট ১১ টি ভাষায় হবে এই পরীক্ষা। জানানো হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে। গত নভেম্বর মাসের…

Avatar

এবার থেকে কেন্দ্রীয় জয়েন্ট এনট্রান্স পরীক্ষা দেওয়া যাবে বাংলাতেও। বাংলা সহ মোট ১১ টি ভাষায় হবে এই পরীক্ষা। জানানো হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে। গত নভেম্বর মাসের শুরুর দিকে জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ নির্দেশ দিয়েছিল এবার থেকে কেন্দ্রীয় জয়েন্ট এনট্রান্স পরীক্ষা ইংরেজি ও হিন্দির পাশাপাশি গুজরাটি ভাষাতেও হবে।

নতুন নিয়ম সামনে আসার সাথে সাথেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সেই ভাষা নিয়ে চলা বিতর্কের অবসান ঘটলো এদিন। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ-কে নির্দেশ দেওয়া হয়েছে, জয়েন্টে প্রশ্ন হিন্দি ও ইংরেজির পাশাপাশি আরও ৯টি আঞ্চলিক ভাষা অর্থাৎ মোট ১১টি ভাষায় করতে হবে। এই ১১টি ভাষা হলো, বাংলা, অসমিয়া, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু ও উর্দু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও মুখ্যমন্ত্রীর প্রতিবাদের পরে সাথে সাথেই জাতীয় পরীক্ষা সংস্থা বিবৃতি জারি করে বলেছিল, ২০১৩ সালে একমাত্র গুজরাতই জয়েন্ট এনট্রান্স মেইনের প্রশ্নপত্রের দাবিতে আবেদন জানিয়েছিল। সেই সময়ে অন্য কোনও রাজ্য আবেদন জানায়নি। তাই জয়েন্ট এনট্রান্স মেইনের প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজির পাশাপাশি গুজরাটিতেও হবে। সেই বিতর্কের অবসান ঘটলো এদিন।

About Author