Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে ঢুকে পড়তে পারে কুখ্যাত জেএমবি তিন জঙ্গি, মালদায় জারি রেড অ্যালার্ট

ভারতে ঢুকে পড়তে পারে তিন জঙ্গি। মালদার সীমান্ত থেকে ওই তিন জঙ্গি ভারতের মাটিতে ঢুকে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের…

Avatar

ভারতে ঢুকে পড়তে পারে তিন জঙ্গি। মালদার সীমান্ত থেকে ওই তিন জঙ্গি ভারতের মাটিতে ঢুকে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার আদালত। এদেরই পালিয়ে ভারতে ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। এই তিন জঙ্গির মধ্যে মূল অভিযুক্ত সানোয়ার আলি ইতিমধ্যেই পলাতক। তাই তাদের পালিয়ে ভারতে ঢোকার সম্ভাবনা আরও বেড়েছে।গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার সীমান্তের ঠিক এপারেই পশ্চিমবঙ্গের মালদা জেলা। তাই পুরো মালদা জেলা জুড়েই জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা সীমান্ত পেরিয়ে ওই তিন জঙ্গি ভারতে পশ্চিমবঙ্গে ঢুকে আত্মগোপন করতে পারে। তাই পুরো মালদা জেলা জুড়ে চরম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সীমান্তের ওপারে বাংলাদেশেও এই তিন জঙ্গির খোঁজে চলছে চিরুনি তল্লাশি। পুরো মালদা জেলা জুড়েই চলছে বিএসএফের নজরদারি।
About Author