Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিতু-নবনীতার সম্পর্কে ফাটল, বিচ্ছেদের জোর গুঞ্জন টলিপাড়ায়

আবারো বিচ্ছেদ টলিপাড়ায়। জিতু - নবনীতার বিচ্ছেদ ঘটতে চলেছে খুব শীঘ্রই। অনুপম-পিয়া, নুসরাত-নিখিল, ইন্দ্রনীল-বরখা, দেবলীনা-তথাগতর পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন জিতু-নবনীতা? এর আগেও একাধিকবার তাদের বিবাহবিচ্ছেদের খবর রটেছিল…

Avatar

আবারো বিচ্ছেদ টলিপাড়ায়। জিতু – নবনীতার বিচ্ছেদ ঘটতে চলেছে খুব শীঘ্রই। অনুপম-পিয়া, নুসরাত-নিখিল, ইন্দ্রনীল-বরখা, দেবলীনা-তথাগতর পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন জিতু-নবনীতা? এর আগেও একাধিকবার তাদের বিবাহবিচ্ছেদের খবর রটেছিল টলিপাড়ায় । তবে তা যে শুধুই গুজব তা তারা নিজেদের ছবি শেয়ার করে জানিয়ে দিয়েছিলেন। তবে এবারের গুঞ্জন সত্যি না মিথ্যে!

এই মুহূর্তে নবনীতা ব্যস্ত ‘মহাপীঠ তারাপীঠ’ নিয়ে। এই ধারাবাহিকে তিনি মা তারার ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে জিতু কমল ব্যস্ত অনিক দত্ত পরিচালিত ছবি নিয়ে। সেখানে তিনি সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করছেন। সত্যজিৎ রায়ের সাজে তাকে অদ্ভুত মানিয়েছে, তা মানছেন সকলেই। তাকে নিয়ে চর্চা চলছে ঘরে ঘরে। আপাতত প্রায় সকলেই অপেক্ষায় রয়েছেন, তাকে পর্দায় দেখার জন্য। সম্প্রতি জিতু ও নবনীতাকে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তারা রীতিমত অবাক হয়ে যান সেকথা শুনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিয়ের তিন বছরের মধ্যেই বিচ্ছেদ নিতে চলেছেন জিতু-নবনীতা। তাদের কাছে নাকি একসাথে একই ধারাবাহিকে অভিনয় করার একটি অফার এসেছিল। কিন্তু নবনীতার সাথে জিতু কমল অভিনয় করতে চান নি। এই কথা শুনে তারা জানান, তাদের কাছে একসাথে অভিনয় করার মতো কোনো অফার আসেনি। এরপর অভিনেত্রী জানান, তিনি মহাপীঠ তারাপীঠের শুটিং শেষ না করে অন্য ধারাবাহিকে হাত দিতে পারবেন না! অন্যদিকে জিতু কমল জানান, তিনি আপাতত অনীক দত্ত পরিচালিত ছবির প্রচার নিয়ে ব্যস্ত। চলতি বছরের মার্চ মাসেই তারা কাশ্মীর যাচ্ছেন। সেখান থেকে ফিরে এসে তারা ভাববেন, তারা তাদের বিয়েটা টিকিয়ে রাখবেন কিনা!

About Author