Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘পরিতোষ ব্যানার্জী’ হয়ে ওঠার শ্যুটিং শেষ করলেন যীশু সেনগুপ্ত, ২০২০ তে বিদ্যা বালানের বিপরীতে পর্দায় ফিরবেন তারকা

কেয়া সেন : টলিউড আর বলিউড সমানভাবে সামলাচ্ছেন যীশু সেনগুপ্ত। এবার জুটি বেঁধেছেন বিদ্যা বালনের সঙ্গে। নতুন বছরে গরমের ছুটিতে, অনু মেননের পরিচালনায় পরিতোষ ব্যানার্জী অবতারে বলিউডের পর্দায় ফিরবেন টলিউডের…

Avatar

কেয়া সেন : টলিউড আর বলিউড সমানভাবে সামলাচ্ছেন যীশু সেনগুপ্ত। এবার জুটি বেঁধেছেন বিদ্যা বালনের সঙ্গে। নতুন বছরে গরমের ছুটিতে, অনু মেননের পরিচালনায় পরিতোষ ব্যানার্জী অবতারে বলিউডের পর্দায় ফিরবেন টলিউডের রাজা।

'পরিতোষ ব্যানার্জী' হয়ে ওঠার শ্যুটিং শেষ করলেন যীশু সেনগুপ্ত, ২০২০ তে বিদ্যা বালানের বিপরীতে পর্দায় ফিরবেন তারকা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, বলিউডের দর্শকরা পেতে চলেছেন আরও একটি নতুন বায়োগ্রাফিকাল ড্রামা “শকুন্তলাদেবী”। ভারতীয় লেখিকা, যিনি বিশ্বের দরবারে তাঁর অসামান্য প্রতিভার জন্য পরিচিত ছিলেন “মেন্টাল ক্যালকুলেটর” বা “হিউম্যান কম্পিউটার” নামে। সেই শকুন্তলা দেবীর চরিত্রে পর্দায় ফিরছেন বিদ্যা বালন। বিদ্যার স্বামীর চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্ত কে। পাশাপাশি, বিদ্যার মেয়ে ও জামাইয়ের চরিত্রে থাকছেন অমিত সাদ ও সানয়া মালহোত্রা।

'পরিতোষ ব্যানার্জী' হয়ে ওঠার শ্যুটিং শেষ করলেন যীশু সেনগুপ্ত, ২০২০ তে বিদ্যা বালানের বিপরীতে পর্দায় ফিরবেন তারকা

'পরিতোষ ব্যানার্জী' হয়ে ওঠার শ্যুটিং শেষ করলেন যীশু সেনগুপ্ত, ২০২০ তে বিদ্যা বালানের বিপরীতে পর্দায় ফিরবেন তারকা

মঙ্গলবার শেষ হয়েছে “শকুন্তলাদেবী”-র শ্যুটিং। কেক কেটে, একে অপরকে কেক মাখিয়ে র‍্যাপআপ করলেন গোটা টিম ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন যীশু-বিদ্যা।প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল মোশন পোস্টার। এখন তাই অপেক্ষা “শকুন্তলাদেবী”-র টিজারের।

About Author