Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jisshu-Alia: একই ফ্রেমে যীশু-আলিয়া ভাট! ছবি শেয়ার করলেন অভিনেতা

বেশ কয়েক বছর ধরে টলিউডের পাশাপাশি বলিউডেও সমানতালে অভিনয় করে চলেছেন বলিষ্ঠ অভিনেতা যীশু সেনগুপ্ত। ‘বরফি’, ‘মনিকর্ণিকা’ 'সড়ক ২' একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে সকলের প্রিয় মহাপ্রভুকে। গত…

Avatar

By

বেশ কয়েক বছর ধরে টলিউডের পাশাপাশি বলিউডেও সমানতালে অভিনয় করে চলেছেন বলিষ্ঠ অভিনেতা যীশু সেনগুপ্ত। ‘বরফি’, ‘মনিকর্ণিকা’ ‘সড়ক ২’ একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে সকলের প্রিয় মহাপ্রভুকে। গত বছর করোনা আবহে ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছিল এই সিনেমা। এই৷ সিনেমায় সুপারস্টার আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন যীশু। যীশুর অভিনয় সকলে পছন্দ করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আলিয়ার সাথে প্রথম কাজ করেই অভিনেতা যীশু অভিনেত্রীর বেশ প্রশংসা করেছিলেন। এক সংবাদমাধ্যমে বলিউড অভিনেত্রীর সাথে কাজ করা প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, নিজের কাজ নিয়ে আলিয়ার আলাদা প্যাশন রয়েছে। বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ তারকাদের মধ্যে আলিয়া অন্যতম।” শুক্রবার দুপুরে আলিয়ার সাথে অভিনেতা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক নতুন ছবি শেয়ার করলেন। এই ছবিতে দুজনেই জিমে একসাথে ছিলেন। দুজনের মুখে এক মিষ্টি হাসি। এই ছবি শেয়ারের সাথে সাথে অনুরাগীরা অভিনেতাকে ভালোবাসা জানিয়েছেন। মাত্র ১ ঘন্টায় ২০ হাজারের বেশি লাইক। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

উল্লেখ্য,এই বছর করোনার দ্বিতীয় ওয়েভে রাজ্যের নাজেহাল অবস্থা। যখন সাধারণ মানুষ চিকিৎসার জন্য বেড খুঁজছিলেন তখন৷ তিনি দক্ষিণ কলকাতায় একটি সেফ হোম খোলেন। এই সেফ হোমে ২৫ জন করোনা রোগীর থাকবার ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেক রোগীর চিকিৎসা থেকে খাওয়া দাওয়া সব পরিষেবা দেওয়া হয়েছিল বিনামূল্যে। এমনকি যশ ঘূর্ণিঝড়ে সুন্দরবনের মানুষকে ত্রাণ দিতে পৌছে গিয়েছিলেন।

About Author