টেক বার্তা

দীপাবলি উপলক্ষ্যে নতুন ৪জি ফোন লঞ্চ করল জিও, দাম মাত্র ২৫০০ টাকা

Advertisement
Advertisement

রিলায়েন্স জিও সর্বদা তার ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে নতুন অফার নিয়ে আসে। এদিকে দীপাবলির আগে একটি ফোন লঞ্চ করে ব্যবহারকারীদের বড় উপহার দিয়েছে জিও কোম্পানি।

Advertisement
Advertisement

রিলায়েন্স জিও ৮ নভেম্বর একটি নতুন JioPhone Prime 4G লঞ্চ করেছে, যা তার গ্রাহকদের দীপাবলির বিশেষ উপলক্ষে একটি উপহারের মতো। নতুন লঞ্চ হওয়া এই ৪জি ফোনের মধ্যে পাবেন ২.৪ ইঞ্চি ডিসপ্লে। জিওফোন প্রিমা ৪জি-তে আপনি এমন অনেক ফিচার দেখতে পাবেন যার মধ্যে এই ফোনটি কাইওএস প্ল্যাটফর্মে কাজ করে। এতে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল সার্চ এবং ফেসবুক সহ অন্যান্য জিও অ্যাপের মতো বৈশিষ্ট্য রয়েছে। জিওফোন প্রিমা ৪জি-র দামের দিকে তাকালে অনেকেই অবাক হবেন। এই ফোনটি ২,৫৯৯ টাকা দামে বাজারে ছাড়া হয়েছে। এটি একক নীল রঙের শেডে কেনা যেতে পারে। বর্তমানে অ্যামাজন, জিওমার্ট এবং রিলায়েন্স ডিজিটালের মাধ্যমে এটি কেনা যাবে।

Advertisement

JioPhone Prima 4G

Advertisement
Advertisement

জিওফোন প্রিমা ৪জি হ্যান্ডসেটটিতে জিওটিভি, জিওসিনেমা এবং জিও স্যাভন রয়েছে। ব্যবহারকারীরা জিওপে অ্যাপের মাধ্যমে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পেমেন্টও করতে পারবেন। ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে একটি এফএম রেডিও এবং ফ্ল্যাশলাইট রয়েছে। হ্যান্ডসেটটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫। এ ছাড়া এটি ২৩টি ভারতীয় ভাষা সমর্থন করে।

আসলে সবার পক্ষে সব কিছু কেনা সম্ভব হয় না। কিংবা হয়তো অনেকের দরকারও পড়ে না। তাদের জন্য দামী কোনো স্মার্টফোন কেনা অর্থের অপচয়ের সমান হয়ে দাঁড়ায়। মেসেজ কিংবা সোশ্যাল মিডিয়া থেকে নুন্যতম মেসেজ আদান প্রদান করেই অনেকের কাজ হয়ে যেতে পারে। তাছাড়া যারা কম টাকার মধ্যে ৪জি ফোন ব্যাবহার করতে চান তাদের জন্য জিওর এই ফোনটা সেরা হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button